অস্ট্রেলিয়া ৮৭ রানে হারালো শ্রীলঙ্কাকে

গৌরনাথ চক্রবর্ত্তী: শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৪ রান করে।জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ২৪৭ রানে অলআউট হয়ে যায়।

শনিবার ওভালে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়ে।এর আগে বিশ্বকাপে দুইদলের মধ্যে ১০ বার সাক্ষাৎ হয়েছে।অস্ট্রেলিয়া ৭ বার জিতেছে।
এদিন টসে জিতে প্রথমে ফ্লিডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৪ রান তোলে।
অস্ট্রেলিয়ার ফিঞ্চ দুরন্ত সেঞ্চুরি করেন।ফিঞ্চ ১৩২ বলে ১৫৩ রান করেন।ওয়ার্নার ২৬ রান করেন।খোয়াজা ১০ রানে আউট হন।স্মিথ ৫৯ বলে ৭৯ রান করেন।ম্যাক্সওয়েল ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।মার্শ ৩ রানে আউট হন।ক্যারি ৪ রান করেন।কামিন্স শূন্য রানে আউট হন।স্টার্ক ৫ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার সিলভা ও উদানা দুটি করে উইকেট পান।মালিঙ্গা ১ টি উইকেট পান।

1125b 1560618500 ap 19166557905652
৩৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা।
শ্রীলংকা ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দলের অধিনায়ক করুনারত্নে ও পেরেরা। পেরেরা ৩৬ বলে ৫২ রান করে আউট হন। করুনারত্নে দুরন্ত খেললেও ১০০ করতে পারেননি। ১০৮ বলে ৯৭ রানে আউট হন। এরপরই মাঠে দাপট দেখাতে শুরু করেন অস্ট্রেলিয়ার বোলাররা। মেন্ডিস ৩০ রান করেন।ম্যাথুউস ৯ রান করেন।উদানা ৮ রান করেন।মালিঙ্গা ১ রান করেন।রিচার্ডসন ০ রানে আউট হন।শ্রীলঙ্কা ৪৫.৫ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায়।মিচেল স্টার্ক ৫৫ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন।ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

ad

সম্পর্কিত খবর