বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল গতবারের ইউরো কাপের ফাইনালিস্ট ইংল্যান্ড। তাদের মুখোমুখি হয়েছিল এশিয়ান জায়ান্ট ইরান। দর্শকরা দুই দলের মধ্যে করা প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন। কারণ ইরান এশিয়ার সেরা দলগুলোর মধ্যে একটি এবং ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সেরা ছন্দে ছিল না।
কিন্তু ম্যাচে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। গোটা ৯০ মিনিট জুড়ে ম্যাচ গড়ালো একমুখী ভাবে। প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধেও আরও তিনটি গোল করে ইরানকে হেলায় উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। হ্যারি কেন, রাহিম স্টার্লিং, বুকায়ো সাকাদের আক্রমণকে সামলাতে হিমশিম খেয়েছে ইরানের ডিফেন্স। চার গোল করার পর ইংল্যান্ড ডিফেন্সের কিছুটা ঢিলেমি এবং ম্যাচের একদম শেষমুহূর্তে ইংল্যান্ড ডিফেন্ডারদের ভুলে পাওয়া পেনাল্টি থেকে দুটি গোল করে ইরানের লজ্জা কিছুটা কমিয়েছিলেন তাদের এফসি পোর্তোর ফরোয়ার্ড মেহেদী তারেমি।
কিন্তু কাতার বিশ্বকাপের এই দ্বিতীয় ম্যাচ অনন্য হয়ে দাঁড়ালো একটি বিশেষ কারণে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ম্যাচের রেকর্ড গড়লো আজকের ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ। গ্রুপ পর্বের এই ম্যাচে সব মিলিয়ে মোট ১১৭ মিনিট খেলা হয়েছে। অর্থাৎ বিশ্বকাপের গ্রুপ পর্বে এর আগে কোনদিনও এত বেশি সময় খেলা হয়নি।
প্রথমার্ধে নিজেরই দলের ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের কারণে মাথায় মারাত্মক আঘাত পান ইরানের গোলরক্ষক আলীরাজা বেইরানভ্যান্ড। তার চিকিৎসা করতে গিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এর জন্য প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষ হওয়ার পরে ১৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় রেফারি কর্তৃক।
দ্বিতীয়ার্ধেও একাধিক ফুটবলারের চোটের কারণে ম্যাচ দীর্ঘায়িত হয়। তার মধ্যে প্রধান চোটটি ছিল ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের চোট। চোটের জন্য বেশ কিছুক্ষণ মাঠে শুশ্রূষা নিয়ে তারপর মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচের একদম অন্তিম লগ্নে রেফারি ‘ভার’-এর সাহায্য নিয়ে ইরানকে পেনাল্টি দেওয়ার কারণে কিছুটা সময় নষ্ট হওয়ায় আরও তিন মিনিট অতিরিক্ত খেলা হয়। অর্থাৎ আজকের ম্যাচটিতে মোট ২৭ মিনিট অতিরিক্ত সময় যোগ হয়েছিল যা সকল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।