হরভজন সিং বেঁছে নিলেন বিশ্বের সেরা আফস্পিনার, তালিকায় নেই অশ্বিন।

বিশ্বের শ্রেষ্ঠ অফস্পিনার বাঁছতে গিয়ে হরভজন সিংয়ের পছন্দের তালিকায় সবার উপরে স্থান পেলেন শ্রীলংকার বিখ্যাত স্পিনার মুথাইয়া মুরলিথরন। তবে হারভজন সিংয়ের মুখে প্রশংসা শোনা গেল পাকিস্তানি স্পিনার সাকলিন মুস্তাকেরও।

ইন্সটাগ্রাম চ্যাটে রোহিত শর্মার সঙ্গে আলোচনায় হরভজন সিং পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনারদের তালিকায় সবার ওপরে থাকবেন শ্রীলঙ্কায় বিখ্যাত স্পিনার মুথাইয়া মুরলিথরন। ওয়ানডে ক্রিকেটে মুরলিথরন নিয়েছেন মোট 534 টি উইকেট, এছাড়া টেস্ট ক্রিকেটে মুরলিথরন নিয়েছেন 800 টি উইকেট। দুই ফরম্যাট মিলিয়ে মুরলিথরনের দখলেই রয়েছে সব থেকে বেশি উইকেট।

1265919410ee2e22dbfde031ad0d9b0d4b1f75c9e53b847fc3bbdebb6aacdb8662b550f72

এছাড়া হরভজন সিং এর মুখে ভূয়শী প্রশংসা শোনা গেল পাকিস্তানের সাকলিন মুস্তাকের। হারভজন সিং জানিয়েছেন সাকলিন মুস্তাক ছিলেন একজন বিখ্যাত স্পিনার, তার দুসরা বল সহজে কোন ব্যাটসম্যান ধরতে পারতেন না। সাকলিন মুস্তাক একজন প্রকৃত ম্যাচ উইনার ছিলেন। প্রত্যেক ম্যাচে 45 থেকে 50 ওভারে বল করতে আসতেন তিনি এবং বেশ কয়েকটা উইকেট নিয়ে বিপক্ষ দলকে বেকায়দায় ফেলে দিতেন। তবে এইদিন হারভজন সিংয়ের মুখে সেই ভাবে শোনা যায়নি রবিচন্দ্রন অশ্বিনের নাম।


Udayan Biswas

সম্পর্কিত খবর