বাংলা হান্ট ডেস্কঃ ওয়ার্ল্ড গোল কাউন্সিল (World Gold Council) রিপোর্ট জারি করে জানায় বিশ্বে সবথেকে বেশি সোনার ভাণ্ডার আমেরিকায় আছে। আমেরিকা বাদে আর কার কার কাছে বিশ্বে সবথেকে বেশি সোনার ভাণ্ডার আছে, সেটা দেখে নিন এক নজরে।
বিশ্বে সবথেকে বেশি সোনার ভাণ্ডার আমেরিকার কাছে আছে, আমেরিকার কছে ৮১৩৩ টিন সোনা আছে। যেটা বিদেশী মুদ্রা ভাণ্ডারের ৭৬.৯ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে জার্মানি। জার্মানির আছে মত ৩৩৬৬.৮ টন সোনা মজুত আছে। যেটা মোট বিদেশী মুদ্রা ভাণ্ডারের ৭৩ শতাংশ। গোল্ড রিজার্ভে তৃতীয় স্থানে আছে ইতালির নাম। ইতালির কাছে মোট ২৪৫১.৮ টন সোনা মজুত আছে। যেটা মোট বিদেশী ভাণ্ডারের ৬৮.৪ শতাংশ।
বিশ্বে সবথেকে বেশি গোল্ড রিজার্ভে চতুর্থ স্থানে ফ্রান্স আছে। ফ্রান্সের কাছে মোট ২৪৩৬ টন সোনার ভাণ্ডার আছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে পঞ্চম স্থানে আছে রাশিয়ার নাম। রাশিয়ার কাছে মোট ২২৪১.৯ টন সোনা মজুত আছে। যেটা তাঁদের বিদেশী মুদ্রা ভাণ্ডারের ২০.৯ শতাংশ। গোল্ড রিজার্ভে ষষ্ঠ স্থানে আছে ভারতের প্রতিবেশী দেশ চীনের নাম। চীনের কাছে মোট ১৯৪৮.৩ টন সোনা মজুত আছে। যেটা মোট বিদেশী মুদ্রা ভাণ্ডারের ২.৯ শতাংশ।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে সপ্তম স্থানে সুইজারল্যান্ডের নাম আছে। সুইজারল্যান্ডের কাছে মোট ১০৪০ টন সোনা মজুত আছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে অষ্টম স্থানে আছে জাপানের নাম। জাপানের কাছে মোট ৭৬৫.২ টন সোনা মজুত আছে। যেটা বিদেশী মুদ্রা ভাণ্ডারের ২.৮ শতাংশ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্টে নবম স্থানে আছে আমাদের দেশ ভারতের নাম। আমাদের দেশের কাছে মোট ৬১৮.২ টন সোনা মজুত আছে। এই সোনার বিদেশী মুদ্রা ভাণ্ডারের ৬.৯ শতাংশ অংশীদারিত্ব আছে।