বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী এই দুই দেশের Passport, বাংলাদেশ-পাকিস্তানের অবস্থা শোচনীয়

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এই মুহূর্তে একদিকে যেমন প্রভাব পড়েছে অর্থনীতিতে তেমনি প্রভাব পড়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশ ভারতসহ অন্যান্য দেশ থেকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা লাগু করেছে। একদিকে যেমন এশিয়ার দেশগুলি করোনার পর তাদের অর্থনীতিকে আরও মজবুত করতে বিদেশ যাত্রার ক্ষেত্রে অতিরিক্ত বেশ কিছু ছাড় লাগু করেছে। তেমনি অন্যদিকে ইউরোপের দেশ গুলি আবার প্রতিবন্ধকতা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এরই প্রভাব পরল হেনলি পাসপোর্ট ইনডেক্সে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স কি?

হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা তৈরি করে। কোন দেশের পাসপোর্ট কতখানি শক্তিশালী তা নির্ণয় করা হয় এই ইনডেক্সের মাধ্যমে। কোন দেশ ভিসা ছাড়া কতগুলি দেশে যাত্রা করতে পারে তাকেই এখানে মানদন্ড বলে ধরা হয়।

যথেষ্ট পিছিয়ে ভারতের প্রতিবেশী দেশ গুলিঃ

এই তালিকায় বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ভারতের প্রতিবেশী দেশ গুলি যথেষ্ট পিছিয়ে রয়েছে। বরং সব থেকে দুর্বল পাসপোর্ট বিবেচিত হয়েছে আফগানিস্তানের। তারা মাত্র ২৬ টি দেশে ভিসা ছাড়া যাত্রা করতে পারে। পাকিস্তানের অবস্থানও এমন কিছু ভালো নয়, তারাও রয়েছে প্রায় সব থেকে দুর্বল পাসপোর্টের তালিকায়। ভিসা ছাড়া মাত্র ৩১টি দেশেই যাত্রা করতে পারেন পাকিস্তানি নাগরিকরা। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর ৪০ এবং শ্রীলঙ্কার ৪১। যদিও এশিয়ারই দুটি দেশ রয়েছে এই তালিকার শীর্ষে। এবার জাপান এবং সিঙ্গাপুর মিলে ভাগ করে নিয়েছে শীর্ষস্থান। তারা ১৯২ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারে। আর এই কারণেই তাদের পাসপোর্ট সবথেকে বেশি শক্তিশালী।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন কোন দেশেরঃ

১. জাপান, সিঙ্গাপুর (স্কোর: ১৯২)
২. জার্মানি, দক্ষিণ কোরিয়া (স্কোর: ১৯০)
৩. ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন (স্কোর: ১৮৯)
৪. অস্ট্রিয়া, ডেনমার্ক (স্কোর: ১৮৮)
৫. ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন (স্কোর: ১৮৭)
৬. বেলজিয়াম, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (স্কোর: ১৮৬)
৭. চেক প্রজাতন্ত্র, গ্রীস, মাল্টা, নরওয়ে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র (স্কোর: ১৮৫)
৮. অস্ট্রেলিয়া, কানাডা (স্কোর: ১৮৪)
৯. হাঙ্গেরি (স্কোর: ১৮৩)
১০. লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া (স্কোর: ১৮২)

171011 airplane mn 1440 858d2f156fc1912c3a8d0cf5e1a75624.fit 2000w

ভারতের অবস্থান কোথায়ঃ

করোনা প্যানডেমিকের কারণে এই তালিকায় গতবছরের তুলনায় আরও বেশি পিছিয়ে গিয়েছে ভারত। ২০১৮-১৯ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ৭৫ তম। মোট ৬১ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারতেন ভারতীয় নাগরিকরা। কিন্তু গত বছর তারা নেমে আসে ৮৪ তম স্থানে। আর এবার আরও নিচে নেমে গেল ভারত। এবারে এই তালিকায় তাদের স্থান ৯০। ভিসা ছাড়া ভারতীয় নাগরিকরা এখন যেতে পারবেন মাত্র ৫৮ টি দেশে। আর সেই কারণেই ক্রমশ আরও বেশি পিছিo


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর