কীভাবে প্লে অফে উত্তীর্ণ হবে নাইটরা, কত রানে হারলে বিদায় জানাবে মুম্বাই, রইল পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল ২০২১ জমে উঠেছে রীতিমতো। প্লে অফের জন্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে তিনটি স্থান। দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোরকে নিয়ে আপাতত আশঙ্কার কোন কারণ নেই। তবে ফের একবার জটিল পরিস্থিতি তৈরি করতে চলেছে ১৪ পয়েন্ট। গতকালের ম্যাচ ৮৬ রানের দুরন্ত জয় তুলে নিয়ে এই মুহূর্তে ১৪ পয়েন্টে রয়েছে কেকেআর। শুধু তাই নয় তাদের নেট রানরেটও বেশ ভালো +০.৫৮৭।

কাল কেকেআর নিজেদের আশা জিইয়ে রাখার পর আজ সন্ধ্যায় মাঠে নামতে চলেছে মুম্বাই। অর্থাৎ রোহিতদের কাছে এখনও সুযোগ রয়েছে শেষবার জ্বলে ওঠার। এই ম্যাচে একবার জয় পেয়ে গেলে তারা উঠে আসবে ১৪ পয়েন্টে। অর্থাৎ প্লে অফের চতুর্থ স্থানের জন্য কার্যত লড়াই হবে কলকাতা মুম্বাইয়ের মধ্যে। আসুন আজ দেখে নেওয়া যাক কলকাতার জন্য কি কি অঙ্ক তাদের পৌঁছে দিতে পারে শেষ চারে।

শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যদি মুম্বাই হেরে যায় তাহলে কলকাতা সোজাসুজি চলে যেতে পারবে প্লে-অফে এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু সমস্যা তৈরী হবে যদি জয় তুলে নিতে পারে রোহিতরা। তবে বলাই বাহুল্য এই ম্যাচে শুধু জয় পেলে কোন লাভ হবে না মুম্বাই শিবিরের। প্লে-অফে পৌঁছাতে গেলে তাদের বেশ কয়েকটি অঙ্কে একেবারে ফুল মার্ক্স পেতে হবে। অঙ্কের হিসাব বলছে মুম্বাইয়ের জন্য প্লে-অফে পৌঁছানো কার্যত মিরাকেলের চেয়ে কিছু কম নয়।

কারণ সানরাইজ হায়দ্রাবাদের সামনে প্রথমত রোহিত বাহিনীকে টার্গেট দিতে হবে ২০০-এর বেশি রানের। শুধু তাই নয় তারপর সেই ম্যাচ জিতে নিতে হবে অন্তত ১৭১ রানে। কারণ এই মুহূর্তে ১২ পয়েন্টে থাকলেও মুম্বাইয়ের নেট রানরেট বেশ খারাপ। এই মুহূর্তে তারা রয়েছে -০.০৪৮। এক্ষেত্রে জানিয়ে রাখি মুম্বাইয়ের শেষ চারে পৌঁছানো কার্যত অসম্ভব বললেই চলে। এখন বিশাল বড় অঘটন যদি কিছু না ঘটে তাহলে এবার অবশ্যই শেষ চারে যাচ্ছে কিং খানের দল। গত কয়েকবার এই নেট রান রেটের কারনেই শেষমেষ শিকে ছেঁড়েনি কলকাতার। এবারও তারা রয়েছে অঙ্কের খেলায় যদিও এবার লড়াইটা কঠিন হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর