বিশ্বকাপ ফাইনালে আই সি সি এর নিয়ম নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর কী বললেন, জেনে নিন

 

বাংলা হান্ট ডেস্ক :গতকাল বিশ্বকাপ ফাইনালে দুজনেই ২৪১ রান তোলার ফলে খেলা গড়াল সুপার ওভার পর্যন্ত। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলল ১৫ রান। সেই রান চেজ করার জন্য নিউ জিল্যান্ড ব্যাট করলো কিন্তু তারাও তুলল ১৫। ফলস্বরূপ সুপার ওভার ও টাই। কিন্তু ম্যাচ এবং বিশ্বকাপ দুটোই হলো ইংল্যান্ড এর। এর কারণ আইসিসির নিয়ম, এই নিয়ম অনুযায়ী ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের মিমাংসা না হলে যে দল দল সেই ম্যাচে বেশি সংখ্যক বাউন্ডারি মেরেছে তাদের জয়ী বলে ঘোষণা করা হবে। সুতরাং বিশ্বকাপ হলো ব্রিটিশ বাহিনীর। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও বললেন, খেতাব জয়ের এত কাছে এসে এমন হার মেনে নেওয়া কষ্টকর।

২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর এই নিয়ম এর বিরুদ্ধে সরব হলেন। টুইটারে লিখলেন,” আমি বুঝলাম না বিশ্বকাপ ফাইনালের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের ভাগ্য কীভাবে বাউন্ডারির সংখ্যা দিয়ে নির্ধারিত হয়! এটি আইসিসির হাস্যকর নিয়ম। ম্যাচটা টাই ঘোষণা করা উচিত ছিল।”

IMG 20190716 WA0021

গম্ভীর এর মতে এই ম্যাচে যৌথ বিজেতা ঘোষণা করা উচিৎ ছিল। তার এই বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে নিউজিল্যান্ডের এহেন হার তিনি মানতে পারছেন না।

সম্পর্কিত খবর