নিষ্ঠা ভরে নিয়ম মেনে শনিবার করুণ শনিদেবের পূজা, ঘুচবে সকল বাঁধা বিঘ্ন

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুদের ১৩৩ কোটি দেব দেবীর মধ্যে শনিদেব (Shanidev) হলেন এক অন্যতম দেবতা। তাঁর রোষের হাত থেকে বাঁচার জন্য হিন্দুরা তাঁর পূজা করে থাকেন। মানুষের জীবনে যখন কোন খারাপ মুহুর্ত আসে, তখন বলা হয় তার উপর শনির দৃষ্টি পড়েছে। তাই তার জীবনে কোন উন্নতি হচ্ছে না।

Shani graha j

শনিদেবকে অশুভ বলা হলেও, এই কথা ভুল যে শনি দেব দুর্ভাগ্যের দেবতা। সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শনিদেব। সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র তিনি, এজন্য তাকে ‘ছায়াপুত্র’-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। এবং তিনি সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন।

শনিদেব কিন্তু ভালোর ভালো, আবার খারাপের খারাপ। কর্মফল দাতা শনিদেব কর্মফল দিতে গিয়ে তিনি অনেকের রোষানলে পড়লেও, কখনোই কিন্তু তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু ও শিবেরই অংশ। এই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর পূজো করা হয়।

130381 shani 2

শনিবার যদি আপনি তিল বা অরহর ডাল দান করেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে। আর যদি পারেন তো কিছুটা তিল এবং অরহর ডাল পকেটেও রাখতে পারেন। তাতে আপনার অনেক মঙ্গল হবে।

P1210755

শনিদেব কালো এবং নীল রঙ খুবই পছন্দ করেন। তাই যদি আপনি শনিবার করে কাজল পড়েন, তাহলেও আপনার জীবনে শান্তি স্থায়ী হবে। আবার কাজল যেহেতু চোখ ভালো থাকে, তাই এতে কোন ক্ষতির সম্ভাবনা নেই। আর শনিদেবের পূজোর সময় পুস্পের সাথে কিছু নীল ফুল রাখুন, তাহলেও দেবতা আপনার উপর সন্তুষ্ট হবেন।


Smita Hari

সম্পর্কিত খবর