জন্মবার অনুযায়ী আরাধনা করুন আপনার অধিষ্ট দেবতার, জীবনে পাবেন অফুরন্ত সুখ আনন্দ

বাংলাহান্ট ডেস্কঃ আমরা অনেকেই এটা মেনে থাকি- জন্মবারে (birthday) চুল কাটবে না, নখ কাটবে না আরও কিছু বিশেষ নিয়ম মেনে চলেন। তবে কখনও কি এটা ভেবে দেখেছেন, যে জন্মবার অনুযায়ী বিশেষ দেবতার পুজো করলে, জীবনের নানা বাঁধা বিপত্তি দূর হয়ে যায়।

সকলেই কোন না কোন দেবতার আরাধনা করেন। তবে আপনি যদি আপনার জন্মবার অনুযায়ী শাস্ত্রমতে যে দেবতার আরাধনা করার কথা বলা হচ্ছে, তা মেনে সেই দেবতার পুজো করেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক বাঁধা দূর হয়ে যাবে। তাই সম্ভব হলে আজ থেকেই শুরু করুন এই কাজ।

Remember Baba Mahadev with this special flower, get the blessings of Shiva

সোমবারঃ সোমবার হল বাবা মহাদেবের বার। তাই এই দিন যারা জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই মহাদেব শিবের আরাধনা করুন। বাবা আপনাদের সহায় হবেন।

hanuman 11

মঙ্গলবারঃ মঙ্গলবার হনুমানজির আরাধনা করলে জীবনে অনেক উন্নতি সাধিত হয়। তাই এই দিনে জন্মগ্রহণ করা মানুষেরা হনুমানজির আরাধনা করুন।

Ganesha

বুধবারঃ এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দেবতা গণেশের পুজো করুন। আপনাদের অনেক পূণ্য অর্জন এবং জীবনে ভালো ফল পাবেন।

Worship Shiva 5 times in a row in this special way

বৃহস্পতিবারঃ এই দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরাও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে পারেন। তাহলে জীবনের সমস্ত আঁধার দূর হয়ে যাবে।

1532780632 1 1

শুক্রবারঃ মা দুর্গার আরাধনা বা মা দুর্গার যে কোনও রূপের পুজো করতে পারেন এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা।

BEST EDITED DSC00302 1

শনিবারঃ হনুমান জি বা কাল ভৈরবীর পুজো করুন এইদিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা। জীবনে মিলবে সুফল।

bishnu

রবিবারঃ এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ভগবান বিষ্ণু বা বিষ্ণুর অন্যান্য অবতার যেমন শ্রীকৃষ্ণ বা রামের উপাসনা করতে পারেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর