নামাজ পড়ার সময় ধ্বসে গেল মসজিদের ছাদ! তীব্র আর্তনাদের সঙ্গে রক্তে ভিজে গেল মাটি, ভাইরাল ভিডও!

   

বাংলা হান্ট ডেস্ক : আফ্রিকার (Africa) দেশ নাইজেরিয়ায় (Nigeria) নামাজ পড়তে গিয়ে মসজিদের ছাদ ধসে পড়ে ৭ মারা গেছেন ৭ জন। ঘটনার সময় মসজিদে নামাজের জন্য শত শত মানুষ জড়ো হয়েছিল। ঘটনায় আহত হয়েছেন প্রায় কয়েক ডজন মানুষ। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা।

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন যে গতকাল শুক্রবার, দেশের উত্তরাঞ্চলীয় রাজ্য কাদুনার জারিয়া শহরে শত শত মানুষ দুপুরের নামাজের জন্য জড়ো হয়েছিলেন। এরই মধ্যে মূল মসজিদের একাংশ ধসে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে।

আবদুল্লাহি আরও বলেন, ‘প্রাথমিকভাবে চারটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে তল্লাশি শুরু করলে আরও তিনজনের লাশ পাওয়া যায়। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা ২৩ জনকে হাসপাতালে ভর্তি করেছে। কর্তৃপক্ষের দাবি, এই মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল। কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঘটনাস্থলে তোলা ভিডিওতে মসজিদের ছাদের বড় ধরনের ধস দেখা গেছে। প্রসঙ্গত, গত বছর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়েছিল। বলা হয়, ভবনগুলো ধসে পড়ার কারণ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে অবহেলা।

পাকিস্তান, আফগানিস্তানের মতো একাধিক মুসলিম রাষ্ট্রে বারবার সন্ত্রাসবাদীদের হাতে আক্রান্ত হয়েছে একাধিক মসজিদ। কখনও মসজিদের ভিতরেই ভয়ংকর বোমা বিস্ফোরণে প্রাণ গেছে শত শত মানুষের। কখনও বা বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে মসজিদ চত্বর। আর এবার মসজিদ ধ্বসে চলে গেল ৭টি তাজা প্রাণ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর