বাংলাহান্ট ডেস্ক : হাসপাতালে পড়ে রয়েছে মৃতদেহ। আর সেই মৃতদেহের রক্ত চেটে খাচ্ছে পথ পুকুর। চন্দননগর মহকুমা হাসপাতালের এমনই মর্মান্তিক দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। গা শিউরে ওঠার মতো এই ভিডিও দেখে অনেকেই হাসপাতালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
চন্দননগরের (Chandannagar) বড়বাজার এলাকার একটি মাল্টিপ্লেক্সে ক্যাপসুল লিফটে চড়ে কাজ করার সময় তিন তলা থেকে পড়ে যান এক শ্রমিক। গুরুতর ভাবে মাথায় আঘাত লাগে তার। এরপর সেই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। একটি ট্রলিতে ওই শ্রমিকের মৃতদেহ পড়েছিল চন্দননগর মহাকুমা হাসপাতালে এমার্জেন্সি বিভাগের বাইরে।
আরোও পড়ুন : আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে! হাসপাতালে চিকিৎসা নিয়ে বড়সড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের
ট্রলির নিচ থেকে গড়িয়ে যাচ্ছিল ওই মৃত শ্রমিকের রক্ত। তখনই হাসপাতাল চত্বরে থাকা কিছু পথ কুকুর সেই রক্ত চেটে চেটে খেতে শুরু করে। ঘটনার ভিডিও সামনে আসতেই হাসপাতালে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। চন্দননগরের বিজেপি সভাপতি গোপাল চৌবে অভিযোগ করেছেন, শ্মশানে পরিণত হয়েছে চন্দননগর মহকুমা হাসপাতাল।
আরোও পড়ুন : নতুন ১১টি নোট চালু করছে RBI, কিন্তু রাখা যাবে না পকেটে! জানুন কোথায় পাবেন?
এর আগেও ঘটে গিয়েছে অমানবিক ঘটনা। হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ায় কুকুর। কুকুর ঢুকে পড়ে বিভিন্ন ওয়ার্ডে। সেসব দেখার কেউ নেই। হাসপাতালে নিরাপত্তারক্ষ্মীরা নিষ্ক্রিয়। আমরা বহুবার এই ঘটনা কর্পোরেশনে জানিয়েছিলাম। কিন্তু তারা বলেছে যে তাদের কাছে এই ধরনের খবর নেই। মিডিয়াতে দেখানো সত্বেও তারা অস্বীকার করেছে।
বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার ধ্যানব্রত মন্ডল কোনও রকম মন্তব্য করতে চাননি। তবে এই ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ কুকুর তাড়ানোর উদ্যোগ নেয়। হুগলী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূইয়া বলেছেন, ব্যাপারটি ঠিক কী সেই বিষয়ে খোঁজ নেব। বিষয়টি জানব মনিটারিং অফিসারের কাছ থেকে।