বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মাসে অর্থাৎ নভেম্বরে ভারতের হোলসেল প্রাইস ইনফ্লেশনে (WPI Inflation) নেতিবাচক হার পরিলক্ষিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এটি বার্ষিক ভিত্তিতে ০.৩২ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত, খাদ্য মুদ্রাস্ফীতি থেকে শুরু করে খনিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমার কারণেই এই হ্রাস ঘটেছে।
হোলসেল প্রাইস ইনফ্লেশনে (WPI Inflation) নেতিবাচক হার:
এদিকে, গত অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, এই হারে ১.২১ শতাংশের পতন ঘটেছিল। নভেম্বরে মুদ্রাস্ফীতির পতনের হার অক্টোবরের মতো না হলেও ০.৩২ শতাংশ হ্রাস পেয়েছে। জানিয়ে রাখি যে, পাইকারি মুদ্রাস্ফীতি এখনও শূন্যের নিচে রয়েছে। এছাড়াও, এই নিয়ে টানা দ্বিতীয় মাস মুদ্রাস্ফীতিতে নেতিবাচক হার বজায় রয়েছে।
The annual rate of inflation based on All India Wholesale Price Index (WPI) number is 0.32% (provisional) for the month of November, 2025 (over November, 2024). pic.twitter.com/tZH9DmNo6z
— ANI (@ANI) December 15, 2025

হোলসেল প্রাইস ইনফ্লেশনের তথ্য অনুসারে, নভেম্বর মাসে খাদ্য মুদ্রাস্ফীতি ৪.১৬ শতাংশে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ৮.৩১ শতাংশ ছিল। এদিকে, সবজির মুদ্রাস্ফীতি ২০.২৩ শতাংশে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ৩৪.৯৭ শতাংশ ছিল। জানিয়ে রাখি যে, নভেম্বর মাসে ডালের দাম ১৫.২১ শতাংশ কমেছে। যেখানে আলু এবং পেঁয়াজের দাম যথাক্রমে ৩৬.১৪ শতাংশ এবং ৬৪.৭০ শতাংশ কমেছে। এদিকে, নভেম্বর মাসে উৎপাদিত পণ্যের মুদ্রস্ফীতি কমে ১.৩৩ শতাংশে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ছিল ১.৫৪ শতাংশ।
আরও পড়ুন: সচিন-ধোনি-বিরাট সহ ভারতের ৭ ধনী ক্রিকেটারের চেয়েও বেশি আয় মেসির! চমকে দেবে তাঁর মোট সম্পদের পরিমাণ
বিদ্যুৎ ও জ্বালানির দামও কমেছে: উল্লেখ্য যে, জ্বালানি ও বিদ্যুতের দামে মুদ্রাস্ফীতি ২.২৭ শতাংশে দাঁড়িয়েছে। যা অক্টোবরে ছিল ২.৫৫ শতাংশ। গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুসারে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নভেম্বর মাসে কনজিউমার প্রাইস ইনডেক্স ০.২৫ শতাংশের রেকর্ড সর্বনিম্ন থেকে সামান্য বেড়ে ০.৭১ শতাংশে পৌঁছেছে।
আরও পড়ুন: SBI-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর! সোমবার থেকে হতে চলেছে এই বড় পরিবর্তন
RBI মুদ্রাস্ফীতি পর্যবেক্ষণ করে: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI খুচরো মুদ্রাস্ফীতি পর্যবেক্ষণ করে। এই মাসের শুরুতে, কেন্দ্রীয় ব্যাঙ্ক পলিসি রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৫.২৫ শতাংশ করেছে। এদিকে, RBI গত সপ্তাহে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য মোট GDP গ্রোথের পূর্বাভাস ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৩ শতাংশ করেছে। জানিয়ে রাখি যে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের গ্রোথ ৮.২ শতাংশ এবং এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ পরিলক্ষিত হয়। রেকর্ড করা হয়েছিল।












