পরবর্তী গন্তব্য না জানালেও নিজের বাংলা ত্যাগের সিদ্ধান্তে সিলমোহর লাগিয়ে দিলেন ঋদ্ধিমান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর বাংলার জার্সিতে মাঠে নামবেন না বিখ্যাত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। আজই সিএবি-তে এসে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে গেলেন তারকা ক্রিকেটার। বছরের শুরুর দিকে ব্যক্তিগত সমস্যার কারণে রঞ্জি ট্রফিতে মাঠে না নামায় তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস। ব্যাপারটি মেনে নিতে পারেননি ঋদ্ধি। যার জেরেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বাংলার নিয়মিত উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগ খেলতে যাওয়ায় ২০০৯/১০ মরশুমের রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে নামার সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা। দুই হাতে সেই সুযোগটা লুফে নিয়েছিলেন বঙ্গ উইকেটরক্ষক। রঞ্জি অভিষেকেই শতরান করেছিলেন তিনি। পঞ্চদশ তম বাংলার ক্রিকেটার হিসেবে তিনি রঞ্জি ট্রফিতে অভিষেকে শতরান করেছিলেন।

Wriddhiman 0

এরপর ঋদ্ধিমান সাহা ১২২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬৪২৩ রান করেছেন, যার মধ্যে শামিল রয়েছে ১৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান। তাছাড়াও ১০২টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলে ২টি শতরান এবং ১৯টি অর্ধশতরান সহ তিনি ২৭৬২ রান করেছেন। দোয়া ক্রিকেটে ভালো পারফর্মেন্স এর পুরস্কার স্বরূপ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের টেস্ট ক্রিকেটে এবং নভেম্বর মাসে একদিনের ক্রিকেটে দেশের হয়ে ডেবিউ করেন তিনি। ৯টির বেশি ওডিআই ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে ৪০ টি টেস্ট ম্যাচ খেলে ১৩৫৩ রান করেছেন ঋদ্ধি। চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পরবর্তীকালে আইপিএল খেলেছেন। ২০২২ সালেই গুজরাট টাইটান্সের হয়ে তিনি আইপিএল জিতেছেন।

শেষমুহূর্তে সিএবি কর্তারা এবং সভাপতি অভিষেক ডালমিয়ার তাকে বারবার করে বসেছিলেন এবং বাংলা না ছাড়ার অনুরোধ করেছিলেন কিন্তু ঋদ্ধিমান জানিয়েছেন যে তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বাংলা ক্রিকেটের সঙ্গে তার কোনো ইগোর লড়াই নেই বলেও জানিয়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত স্তরে কারো সঙ্গে মতানৈক্য হওয়াতেই যে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও আজ পরিষ্কার করে দিয়েছেন। খুব সম্ভবত তার পরবর্তী গন্তব্য ত্রিপুরা। সেখানে প্লেয়ার এবং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তিনি। তবে সবকিছু অফিশিয়াল না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ ঋদ্ধিমান। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সে তার এই বিষয়ে কোনো কথা হয়নি সেইটাও স্পষ্ট করে দিয়েছেন বাংলার পাপালি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর