এই বিশেষ কাজ করে নায়ক ঋদ্ধিমান, বাংলার ছেলের প্রশংসা করছে পাকিস্তানও

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের প্রত্যেকটি ফরমেটে একাধিক ভালো ভালো ক্রিকেটার রয়েছে। তাই ভারতীয় ক্রিকেটারদের নিজেদের মধ্যে একটা সুষ্ঠু প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতাটি সবথেকে বেশি চলছে টেস্টে ভারতীয় দলের দুই উইকেট রক্ষক ঋষভ পন্থ এবং ঋদ্ধিমান সাহার মধ্যে। ঋদ্ধিমান সাহা ভারতীয় টেস্ট দলের সিনিয়র উইকেট রক্ষক হলেও বেশ কয়েক মাস ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন ঋষভ পন্থ।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং ইংল্যান্ড সিরিজের জন্য এই দুই উইকেট রক্ষককেই দলে রাখা হয়েছে। তবে দুজনের মধ্যে কাকে খেলানো হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে? সেই নিয়ে চলছে জোর জল্পনা। এক সাক্ষাৎকারে ঋদ্ধিমানকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বর্তমান পারফরমেন্সের উপর বিচার করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঋষভকেই খেলানো উচিত। আমি দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে থাকতে রাজি। তবে কখনো যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা তুলে ধরবো।”

Wriddhiman Saha and Rishabh Pant scaled 2

এমন মন্তব্য করার পরই সকলের কাছে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধির এই মহান মনোভাবই তাকে সকলের কাছে প্রশংসিত করেছে। এবার ঋদ্ধিমান সাহার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক ব্যাটসম্যান সলমন বাট। তিনি বলেছেন, ” একজন পেশাদার ক্রিকেটারের মত দলের কথা ভেবেই এমন কথা বলেছেন ঋদ্ধিমান। পাক্কা পেশাদার ক্রিকেটার না হলে এমন কথা বলা যায়না। একজন ক্রিকেটার হয়ে এমন কথা বলা মোটেও সহজ কাজ নয়। এর জন্য ঋদ্ধিমান সাহাকে কুর্ণিশ জানায়। ও মাটির মানুষ সেই কারণেই খুব সহজে এমন মন্তব্য করতে পেরেছেন।”

Udayan Biswas

সম্পর্কিত খবর