বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার বিতর্কের কেন্দ্রে ঋদ্ধিমান সাহা। চলতি বছরে বঙ্গ উইকেটরক্ষক এবং বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। বোরিয়া মজুমদার বিতর্ক, সিএবি বনাম ঋদ্ধিমান, ইডেন গার্ডেন্সের বদলে মোতেরাকে নিজের হোমগ্রাউন্ড বলা, ইত্যাদি নানাবিধ বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসছেন ঋদ্ধিমান। ফলে কিছু মানুষ তার প্রতি বিরূপ মনোভাব পোষন করতে শুরু করেছেন। এবার তিনি এমন একটি কাজ করলেন যাতে ফের একটি নতুন বিতর্ক দানা বাঁধলো তাকে কেন্দ্র করে।
বঙ্গ উইকেটরক্ষক এবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে তিনি আর বাংলার হয়ে খেলতে চান না। ২৭শে মে রঞ্জি ট্রফির নক আউট পর্ব খেলতে ব্যাঙ্গালোরে উড়ে যাচ্ছে সদ্য বিবাহিত অরুণ লাল সহ গোটা বাংলা দল। তার আগে বুধবার নিজে থেকেই বাংলা রঞ্জি দলের হোয়্যাটস অ্যাপ গ্রূপ থেকে বেরিয়ে গেলেন ঋদ্ধিমান। এবার শোনা যাচ্ছে, ঋদ্ধিকে সম্মান জানিয়ে তাঁকে আর অনুরোধও করা হবে না। যদিও কথা ছিল যে আইপিএল ফাইনালের পরে ঋদ্ধির সাথে আলোচনায় বসতে পারে সিএবি। কিন্তু এখন সেটাও আর হবে না বলেই মনে হচ্ছে।
একান্তই ঋদ্ধি না খেললে অভিষেক পোরেলের ভরসাতেই এগোবে বাংলা যিনি রঞ্জি ট্রফির গ্রূপপর্বে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। যদিও সিএবি যুগ্মসচিবের মন্তব্য সিএবি সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছে কিন্তু তার পরেও অপমানিত ঋদ্ধিকে বাংলার হয়ে খেলতে দেখার সুযোগ কম।
৩৭ বছর বয়সী ঋদ্ধিমান চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে মারাত্মক আগ্রাসী ব্যাটিং করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি সহ চলতি আইপিএলের গ্রূপপর্বে তিনি ৯ ম্যাচে মোট ৩০০ রান করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৮ রানের ইনিংস ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৫ এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ৬৭ রান করেছেন তিনি। কোয়ালিফায়ারে নিজের ঘরের মাঠে ০ রানে আউট হলেও ফাইনালে তিনি পরিচিত ছন্দে ব্যাটিং করুক এমনটাই চাইবেন ভক্তরা।