অসাধারণ কেরিয়ারের পুরস্কারস্বরূপ বঙ্গবিভূষণ পাচ্ছেন বঙ্গ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে ৩দিন পরে ২৫ জুলাই নজরুল মঞ্চে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের পাশাপাশি ভারতীয় ও বাংলা দলের প্রাক্তন উইকেটকিপার এবং বর্তমানে ত্রিপুরা ক্রিকেট দলের মেন্টর এবং অধিনায়ক ঋদ্ধিমান সাহাকে বঙ্গবিভূষন সম্মানের মধ্যে দিয়ে সম্মানিত করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বছরটা খুব একটা ভালো যাচ্ছিলো না ঋদ্ধিমান সাহার। ভারতীয় দল থেকে বাদ পড়া, বোরিয়া মজুমদার বিতর্ক, বাংলা ছাড়া, আইপিএলে ভালো খেললেও প্লে অফে রান না পাওয়া, ইত্যাদি নানা কারণে বছরটা খুব একটা ভালো হয়ে ওঠেনি তার জন্য। কিন্তু এই সম্মান হয়তো তার সেই ক্ষত গুলিতে কিছুটা প্রলেপ লাগাবে।

ঋদ্ধিমান সাহা বাংলার ১২২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬৪২৩ রান করেছেন, যার মধ্যে শামিল রয়েছে ১৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরান। তাছাড়াও ১০২টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলে ২টি শতরান এবং ১৯টি অর্ধশতরান সহ তিনি ২৭৬২ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে টেস্ট ক্রিকেটে এবং নভেম্বর মাসে একদিনের ক্রিকেটে দেশের হয়ে ডেবিউ করেন তিনি। ৯টির বেশি ওডিআই ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে ৪০ টি টেস্ট ম্যাচ খেলে ১৩৫৩ রান করেছেন ঋদ্ধি।

Wriddhiman Saha 1720x900

এছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছেন। প্রথম এবং একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের ফাইনালে শতরান করার রেকর্ড আছে তার ২০১৪ সালে। এই ২০২২ সালেই গুজরাট টাইটান্সের হয়ে তিনি আইপিএল জিতেছেন। মরশুমের মাঝপথে দলে এসে ওপেনিংয়ে গুজরাট টাইটান্সের ভরসা হয়ে উঠেছিলেন তিনি।

কিছুদিন আগে বাংলা ছেড়েছেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। বছরের শুরুতে ব্যক্তিগত কারণে রঞ্জি ট্রফি না খেলায় তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস। সেই অভিমানেই বাংলা ছেড়েছেন তিনি। শেষমুহূর্তে সিএবি কর্তারা এবং সভাপতি অভিষেক ডালমিয়ার তাকে বারবার করে বসেছিলেন এবং বাংলা না ছাড়ার অনুরোধ করেছিলেন কিন্তু ঋদ্ধিমান জানিয়েছেন যে তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বাংলা ক্রিকেটের সঙ্গে তার কোনো ইগোর লড়াই নেই বলেও জানিয়ে দিয়েছেন ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত স্তরে কারো সঙ্গে মতানৈক্য হওয়াতেই যে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। তার পরবর্তী গন্তব্য ত্রিপুরা। সেখানে প্লেয়ার এবং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর