বিরাট লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর, গ্রিন লাইন চালু হতেই আয় বাড়ল তিন গুন

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই কলকাতা মেট্রোর (Kolkata Metro) নতুন গ্রিন লাইন শুরু হয়েছে। আর এই লাইন শুরু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যায় বড় লাফ দেখা গিয়েছে। ভিড় বাড়ার সাথে সাথে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে টিকিট বিক্রি বেড়েছে এক ধাক্কায় অনেকখানি। এমনিতেই সদা ব্যস্ত এই স্টেশন, আর তারপর গ্রিন লাইন শুরু হতে ভিড়ের চাপ আরো বেড়েছে।

আসলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন (Esplanade Metro Station) একেবারে সন্ধিস্থলে অবস্থিত। কলকাতা মেট্রোর নর্থ সাউথ ব্লু লাইন ও ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইনের মাঝে রয়েছে এসপ্ল্যানেড। আবার এবছরের শেষ দিকে শিয়ালদার (Sealdah) সাথেও জুড়ে যাবে এই স্টেশন। তারপরই পুরোদমে চালু হয়ে যাবে গ্রিন লাইন মেট্রো।

গ্রিন লাইন শুরু হওয়ার পর যাত্রী সংখ্যাতে বড় ঝাঁপ দেখা গিয়েছে। সম্প্রতি এই স্টেশনে এসেছিলেন মেট্রো জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি। ভিড় সামলানোর জন্য বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়ে এসেছেন তিনি। কিন্তু টিকিট বিক্রি বেড়েছে কতটা তার পরিসংখ্যান অবাক করার মতো। চলুন সেই দিকে নজর দেওয়া যাক।

আরও পড়ুন : শোয়েব-সানিয়ার পুনরাবৃত্তি! এবার ভারতীয় তরুণীকে ধোঁকা দিলেন পাকিস্তানের সমকামী যুবতী

রিপোর্ট অনুযায়ী গ্রিন লাইন শুরু হওয়ার আগে এসপ্ল্যানেড মেট্রো থেকে প্রতিনিয়ত গড়ে ১৫,০০০ টিকিট বিক্রি হতো। বর্তমানে টিকিট বিক্রি বেড়েছে প্রায় ৩ গুন। দৈনিক গড়ে ৪৩,০০০ টিকিট বিক্রি হচ্ছে এই স্টেশন থেকে। এর মধ্যে রয়েছে স্মার্ট কার্ড, টোকেন, কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা। ভিড় বাড়ার সাথে সাথে বেড়েছে মেট্রোর আয়।

আরও পড়ুন : ‘অল ইজ় নট ওয়েল’! আমরণ অনশনে ‘থ্রি ইডিয়টস’-এর র‌্যাঞ্চো, কেন ধর্নায় বসেছেন সোনম ওয়াংচুক?

kolkata metro purple line 0 1200

তবে আয় বাড়লেও নতুন ভিড় সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সম্পর্কে মেট্রোর জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি বলেন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। তবে পুরো বিষয়টি সামলে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। এছাড়া এও জানা গিয়েছে যে, ভিড় সামলানোর জন্য ইস্ট-ওয়েস্ট সেকশনে ২০জন এক্স আর্মিকেও নিয়োগ করা হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর