বাংলা হান্ট ডেস্ক: বর্তমান প্রজন্ম সেলফি আসক্ত। বন্ধুদের সাথে আউটিং হোক কিংবা বিশেষ কোনো দিন কিংবা শুধুই একার সময়। সেলফি যেন মাস্ট।সেলফি তুলতে ভালবাসে না, বর্তমান প্রজন্মের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়াই কঠিন।আর এই কারণেই স্মার্টফোন কেনার সময় সেলফি ক্যামেরা কতটা ভালো সেটা আগেই দেখে নাওয়া প্রয়োজন। । যার ক্যামেরার মেগাপিক্সল যত বেশি,তার ফোন বন্ধুমহলে তত হিট। তাই এই সেলফি প্রেমী প্রজন্মের কথা মনে রেখেই এবার আকর্ষণীয় 100 এমপি ক্যামেরা নিয়ে হাজির হচ্ছে শাওমি। গত কাল, অর্থাৎ মঙ্গলবার চীনের বাজারে চলে এলো Mix সিরিজের Mi Mix Alpha। শাওমি সংস্থার তরফে জানানো হয়েছে, এর 100 এমপি ক্যামেরা এইট এক্স জুম সার্পোট করে।তবে ক্যামেরাই একমাত্র বৈশিষ্ট না, এর অন্যান্য ফিচারও মোবাইলপ্রেমীদের আকৃষ্ট করবে।
12,032 x 9,024 রেজোলিউশনের ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা। অর্থাৎ হিসেব বলছে, এই মডেলে 108 মেগাপিক্সল সেন্সর বসানো রয়েছে।এর অপর একটি বিশেষত্ব হল আন্ডার-স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা। হয়তো এই প্রথমবার শাওমির কোনও মডেলে এই ধরনের প্রযুক্তির ক্যামেরা দেখতে পাওয়া যাবে।তবে কোম্পানির প্রধান লেই জুন স্পষ্ট করে দিয়েছেন, এই মডেলটি ফোল্ডেবল নয়। 5G সাপোর্ট-যুক্ত হ্যান্ডসেটটি এটি।
এছাড়া Mi Mix Alpha ফোনে কোম্পানির MIUI Alpha স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 7.92 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে । ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। থাকছে 4,050 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনের বডিতে ব্যবহৃত হয়েছে টাইটেনিয়াম, সিলিকন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম। জানা গিয়েছে, চিনের বাজারে Mi Mix Alpha-র দাম 19,999 ইউয়ান (প্রায় 2,00,000 টাকা)। চিনের বিভিন্ন শাওমি স্টোরে পাওয়া যাবে এই Mi Mix Alpha। তবে ভারতের বাজারে কবে এই স্মার্টফোনটি আসছে, এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি।আর ভারতের বাজারে এর দাম ঠিক কি হবে তাও নির্দিষ্ট ভাবে জানা যাচ্ছেনা এখন।