বাংলা হান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির (Electric Car)। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য-নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চের ঘোষণা করছে সংস্থাগুলি। এই আবহে, সেই তালিকায় যোগ দিল Xiaomi। এমনিতেই গত বছর থেকে এই সংস্থার ইলেকট্রিক গাড়িকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়। তবে, এবার জানা যাচ্ছে যে, আগস্ট মাসেই হয়ত দেখা মিলতে পারে Xiaomi-র বৈদ্যুতিক গাড়ির।
মূলত, ওই সংস্থা আগামী আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে গাড়িটি সামনে আনতে পারে। এদিকে, এই সংবাদটি প্রথম শিনা টেক দ্বারা প্রকাশিত হয়েছিল এবং তারা দাবি করেছে যে Xiaomi প্রতিষ্ঠাতা লেই জুন আগামী মাসে Xiaomi-র বৈদ্যুতিক গাড়ির প্রোটোটাইপটি উন্মোচন করতে পারেন। এছাড়াও, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত করতে তিনি Xiaomi-র সদর দফতরে বেশিরভাগ সময় কাটাচ্ছেন।
Xiaomi-র বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ শীঘ্রই করা যাবে: এই প্রোটোটাইপটি প্রদর্শনের পরে, লঞ্চ হতে এখনও কিছুটা সময় লাগবে। কারণ এটি বর্তমানে বিভিন্ন পরিস্থিতিতে টেস্ট ড্রাইভের অধীনে রয়েছে। খবরে বলা হয়েছে, চলতি বছরের শীতকালে গাড়িটির টেস্ট ড্রাইভ শুরু করা হবে। উল্লেখ্য যে, Xiaomi-র এই বৈদ্যুতিক গাড়িটি HVST Automobiles কর্তৃক ডিজাইন করা হয়েছে। সংশ্লিষ্ট দলটি WM মোটরের জন্য Maven ধারণাকে কাজে লাগিয়ে গাড়িটি ডিজাইন করেছে। এমতাবস্থায়, সংস্থাটি একটি স্বয়ংক্রিয় ব্র্যান্ড হিসাবে তার বৈদ্যুতিক গাড়ি বিভাগকে প্রতিষ্ঠিত করতে চায়। পাশাপাশি, ইতিমধ্যেই জানা গিয়েছে যে, একজন জনসংযোগ পরিচালক নিয়োগ করা হয়েছে এবং আগস্টেই গাড়িটি উন্মোচনের পর এটির বিপণন প্রচার শুরু হবে।
সামনে কি কি প্রস্তুতি রয়েছে: কোম্পানিটি ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে সর্বশক্তি নিয়ে কাজে নেমেছে। গত বছরই এই প্রসঙ্গে কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি, স্বয়ংক্রিয় ব্র্যান্ডের জন্য ৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করা হয়। এদিকে, Xiaomi চিনের Yizhuang-এ তার অটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি স্থাপন করেছে। সেখানে কোম্পানির নিজস্ব গবেষণার কাজ ও দক্ষ দল রয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই প্ল্যান্টটি পূর্ণ ক্ষমতায় পরিচালিত হলে বছরে প্রায় তিন লক্ষ গাড়ি উৎপাদন করা সম্ভব হবে।
ইতিমধ্যেই Xiaomi-র বৈদ্যুতিক গাড়ি সম্পর্কিত কিছু ছবি সামনে এসেছে। যেগুলিতে দেখা গিয়েছে যে, এই গাড়িটিতে MW Motors maven-এর কনসেপ্ট কারের সাথে অনেকটাই সাদৃশ্য রয়েছে। যার ফলে এটি একটি সম্পূর্ণ রিব্র্যান্ডেড মডেল বলে মনে করা হচ্ছে। বর্তমানে, সংস্থাটি বার্ষিক ১,৫০,০০০ গাড়ি উৎপাদন করার পরিকল্পনা করেছে।
Xiaomi-র বৈদ্যুতিক গাড়ি লঞ্চের তারিখ: জানিয়ে রাখি যে, সংস্থা এই বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যে প্রায় ১,০০০ জন কর্মচারীর একটি দল প্রস্তুত করেছে। এমতাবস্থায়, Xiaomi-র বৈদ্যুতিক গাড়িটি ২০২৪ সালের মধ্যে চালু করা যেতে পারে। প্রাথমিকভাবে, সংস্থাটি এটিকে চারটি মডেলে আনতে চলেছে যার মধ্যে A+ এবং B-এর মতো বিভাগগুলি অন্তর্ভুক্ত থাকবে।
Xiaomi-র বৈদ্যুতিক গাড়ির দাম: Xiaomi-র বৈদ্যুতিক গাড়ির দাম সম্পর্কে জানাতে গেলে বলতে হয়, এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, A+ সেগমেন্ট মডেলের দাম হবে ১,৫০,০০০ এবং ২,০০,০০০ চিনা ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় হল ১৮ লক্ষ এবং ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, বি-সেগমেন্টের গাড়িগুলির দাম হবে ২,০০,০০০ এবং ৩,০০,০০০ চিনা ইউয়ান, যা যথাক্রমে ২৫ লক্ষ এবং ৩৫ লক্ষ টাকার সমান৷ এছাড়াও, গাড়িটি L3 অটোনমাস ড্রাইভিং টেকনিককে সমর্থন করবে বলে জানা গিয়েছে।