বাংলাহান্ট ডেস্ক : কেরিয়ার এবং সংসার দুটোই সমান তালে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বড়পর্দায় অভিনয়, প্রযোজনা ছাড়াও ছোটপর্দায় রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় তাঁকে। তেমনই আবার ব্যক্তিগত জীবনে মায়ের ভূমিকাও পালন করে থাকেন তিনি। ছেলে ইউভান এখন কিছুটা বড় হলেও মেয়ে ইয়ালিনী অনেকটাই ছোট। তবে নিজের কাজের সঙ্গে সঙ্গে মেয়েরও দেখভাল করেন শুভশ্রী (Subhashree Ganguly)।
শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে রিয়েলিটি শোতে ইয়ালিনী
ছোট থেকেই দুই সন্তানকে নিজের কর্মক্ষেত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শুভশ্রী। ইউভানকে একাধিক বার দেখা গিয়েছে রাজ শুভশ্রীর (Subhashree Ganguly) শুটিং সেটে। মায়ের শুটিংয়ের সময় উপস্থিত থেকেছে ছোট্ট ইয়ালিনীও। এবার রিয়েলিটি শোতেও হাজির হল খুদে। নিমেষে সেটের পরিবেশ বদলে দেয় ইয়ালিনী।
যিশুর কোলে ইয়ালিনী: বর্তমানে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে শুভশ্রীকে (Subhashree Ganguly)। সেখানেই সম্প্রতি এক পর্বের শুটিংয়ে উপস্থিত হয়েছিল ছোট্ট ইয়ালিনী। একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তের কোলে। একরত্তির দিকে তাকিয়ে অভিনেতা বিচারক। এদিকে পাশে বসে দুজনকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শুভশ্রী (Subhashree Ganguly)। এবার কি তবে রিয়েলিটি শোতে দেখা যাবে ইয়ালিনীকে?
আরও পড়ুন : কাঞ্চন-শ্রীময়ীর একরত্তি মেয়েকে তুমুল মারধোর পরিচারিকার! ধরা পড়ল সিসিটিভিতে, যা বললেন অভিনেত্রী…
ব্যাপারটা কী হয়েছে: ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ডান্স বাংলা ডান্সের ফিনালের ঘোষণা করা হয়েছে। সেখানেই কি বিশেষ ‘অ্যাপিয়ারেন্স’ থাকছে ইয়ালিনীর? এ বিষয়ে শুভশ্রীর (Subhashree Ganguly) ব্যক্তিগত সহকারী সংবাদ মাধ্যমকে জানান, এমন কিছুই হচ্ছে না। কোনও কারণে সেদিন মাকে কিছুতেই কাছছাড়া করতে চাইছিল না ইয়ালিনী। তাই মেয়েকে নিয়ে সেটে এসেছিলেন শুভশ্রী।
আরও পড়ুন : চেনেন না সাই পল্লবীকে, পোশাক নিয়ে দক্ষিণী নায়িকার সঙ্গে তুলনায় জবাব শ্বেতার
সেখানে এসেই অবশ্য এক নিমেষে মন ভালো হয়ে যায় ইয়ালিনীর। বিচারকদের পাশাপাশি খুদে সঞ্চালকদের সঙ্গেও খেলায় মেতে ওঠে সে। দেড় বছর বয়সের শিশু এখন থেকেই নাকি খুব মিশুকে। ক্যামেরার সামনেও খুবই অনায়াস সে। ভবিষ্যতে কি বাবা মায়ের পথই অনুসরণ করবে ইয়ালিনী? শুভশ্রীর সহকারী অবশ্য জানান, এখন তেমন কিছুই ভাবেননি তারকা দম্পতি।