ছোট্ট সুইমসুটে হলুদ পরী, বালি নিয়ে খেলতে ব্যস্ত ইয়ালিনী, বছর শেষে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?

বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে ‘সন্তান’ বেশ সফল। এক সপ্তাহে কোটি ছাড়িয়ে গিয়েছে ছবিটি। বছর শেষে তাই কাজ থেকে বিরতি নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী, স্ত্রী, দুই সন্তান মিলে থাইল্যান্ড গিয়েছে ঘুরতে। তাঁদের হলিডের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বিশেষ ভাবে নজর কেড়ে নিয়েছে রাজ শুভশ্রীর আদরের কন্যা ইয়ালিনী (Yaalini)।

নেটিজেনদের মন কাড়ল ইয়ালিনী (Yaalini)

সপরিবারে ফুকেটে বছরের শেষ কয়েকটা দিন উপভোগ করছেন ‘রাজশ্রী’ জুটি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গেও ভ্যাকেশনের ছবি, ভিডিও শেয়ার করছেন তাঁরা। সম্প্রতি ফুকেটের সমুদ্র সৈকতে কাটানো কিছু ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানেই নেটিজেনদের মন জিতে নিল ইয়ালিনীর (Yaalini) আদুরে ছবি।

Yaalini grabs netizen eyes in yellow swimsuit

মুহূর্তে ভাইরাল ছবি: ছোট্ট হলুদ সুইমসুটে ইয়ালিনীকে (Yaalini) সাজিয়েছেন শুভশ্রী। ঘন চুল বেঁধে দিয়েছেন ঝুঁটি করে। নিজের মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত খুদে। ইয়ালিনীর মিষ্টি ছবি দেখে অনেকের মনে পড়ে গিয়েছে ইউভানের ছোটবেলার ছবি। পুরীতে প্রথম বার সমুদ্র দেখে ইউভানের মুখের হাসি মনে পড়ে গিয়েছে অনেকের। অবশ্য ইয়ালিনীর (Yaalini) দাদা এখন কিছুটা বড়। তাকেও দেখা গেল সমুদ্রে নেমে মন ভরে জল নিয়ে খেলতে।

আরো পড়ুন : ক্রিসমাস পার্টিতে স্যাটিনের পাজামা-হীরের আংটিতে ঝলমল করলেন অম্বানির ছোট বউমা, নাইটসুটটির দাম কত জানেন?

ভালো ব্যবসা করছে সন্তান: প্রসঙ্গত, গত ২০ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটিতে শুভশ্রী ছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীরা। মুক্তির দিনে এই ছবির আয় ছিল মাত্র ১২.৫০ লক্ষ টাকা। এক সপ্তাহে সন্তানের ঝুলিতে উঠেছে ১.৪৫ কোটি টাকা।

আরো পড়ুন : ফের কপাল পুড়ল পাকিস্তানের! এবার প্রতিশোধ নিতে “সার্জিক্যাল স্ট্রাইক” চালাল এই দেশ

বিয়ের পর থেকে প্রায়ই স্বামী রাজের ছবির নায়িকা হতে দেখা যায় শুভশ্রীকে। এর আগে পরিচালক বলেছিলেন, ছেলে মেয়ের থেকেও স্ত্রী শুভশ্রী তাঁর কাছে আগে। তিনি স্পষ্টই বলেন, অনেকেই তাঁকে ভুল বুঝতে পারে বা খারাপ ভাবতে পারে। তবে তাতে তাঁর কিছুই যায় আসে না। রাজের কথায়, বাচ্চাদের থেকেও তাঁর কাছে তাঁর বউ আগে। তবে এখন সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নিলেও পরিচালক মন্তব্য করেন, বড় হয়ে তারা তাঁকে ঠিক বুঝবে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর