১৬ জন শিশুর মৃত‍্যুর দায় নেবেন দেশের প্রধানমন্ত্রী! বিষ্ফোরক ইয়ামি গৌতম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তুলকালাম কাণ্ড ঘটালেন ইয়ামি গৌতম (Yami Gautam)। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন‍্য ১৬ জন ফুটফুটে শিশুকে অপহরণ করে নিলেন অভিনেত্রী! প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে রাজি না হলে, এক ঘন্টার মধ‍্যে একে একে সব শিশুকে মেরে ফেলবেন তিনি!

না না, চমকাবেন না! ইয়ামি এমনটা করেছেন বটে, তবে সবটাই অভিনয়ের খাতিরে। হ‍্যাঁ, তাঁর আসন্ন ছবির মূল পটভূমিকাই এটা। ছবির নাম ‘এ থার্সডে’ (A Thursday)। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে ছবির ট্রেলার। মাত্র ২ মিনিট ২১ সেকেণ্ডের আগাম ঝলক দেখে শিহরিত নেটনাগরিকরা। এ কোন ইয়ামি?


ভিডিওর শুরুতেই থানায় ফোন করে নিজের পরিচয় দেন ইয়ামি। তিনি কোলাবা লিটল ডটস প্লে স্কুলের একজন শিক্ষিকা, নাম নয়না জয়সওয়াল। ১৬ জন খুদেকে স্কুলের মধ‍্যেই পণবন্দি বানিয়ে রেখেছেন তিনি। শিশুদের ছাড়ার বদলে তাঁর কিছু শর্ত আছে। প্রথমেই তিনি দাবি করেন, পুলিস অফিসার জাভেদ খানের সঙ্গে কথা বলতে চান।

৫ কোটি টাকা চান তিনি এক ঘন্টার জন‍্য। যদি তা না হয় তবে এক এক করে ফুটফুটে শিশুদের গুলি করে মেরে ফেলবেন তিনি। ট্রেলার যত এগোয় তত বাড়তে থাকে উত্তেজনার মাত্রা। একটা মুহূর্তে নিজের আসল দাবি প্রকাশ‍্যে আনে নয়না ওরফে ইয়ামি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আর যদি তিনি কথা না বলেন, তবে এই শিশুদের মৃত‍্যুর দায় নেবেন মাননীয় প্রধানমন্ত্রী।

ট্রেলার দেখেই স্পষ্ট থ্রিলার ঘরানার ছবিটির পরতে পরতে জড়িয়ে রয়েছে শিহরণ জাগানো টুইস্ট। একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন ইয়ামি। প্রকাশ‍্যে আসবে তাঁর অভিনীত চরিত্রটির কিছু রহস‍্যও। ইয়ামি ছাড়াও ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অতুল কুলকার্ণি এবং ডিম্পল কাপাডিয়া।

এসিপি ক‍্যাথরিন আলবাজের চরিত্রে দেখা যাবে নেহাকে। অন‍্যদিকে প্রধানমন্ত্রীর ভূমিকায় চমকে দিয়েছেন ডিম্পল। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বেহজাদ খাম্বাটা। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত হবে এ থার্সডে।

সম্পর্কিত খবর

X