এনগেজমেন্ট ভারতীয় সংষ্কৃতি নয়, ঠাকুমাকে খুশি করতেই তড়িঘড়ি বিয়ে সারেন ইয়ামি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম (yami gautam)। অভিনেত্রীর এমন আচমকা বিয়ের খবরে হতভম্ব হয়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে চুপিসাড়ে বিয়ে সেরেছিলেন তিনি। কিন্তু হঠাৎ কী দরকার তাঁর পড়ল যে এমন চুপিচুপি বিয়ে করতে হল ইয়ামিকে? প্রশ্ন জেগেছিল নেটিজেনদের মনে।

অবশেষে নীরবতা ভাঙলেন ইয়ামি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ে নয়, প্রথমে তাঁর ও আদিত‍্য ধরের শুধুমাত্র এনগেজমেন্ট সেরে রাখার কথা হয়েছিল। বিয়ের কোনো পরিকল্পনাই ছিল না। শুধু মাত্র অভিনেত্রীর ঠাকুমাকে খুশি করতেই তড়িঘড়ি কোনো পরিকল্পনা ছাড়াই বিয়ে করেন ইয়ামি ও আদিত‍্য।


ইয়ামি জানান তাঁরা প্রথমে স্রেফ এনগেজমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুই পরিবারই তাতে খুশি ছিল। বিয়ের আগে কিছুটা সময় নেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু অভিনেত্রীর ঠাকুমা বলেন, এনগেজমেন্ট ভারতীয় সংষ্কৃতির অংশ নয়। তখন আদিত‍্যই তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
হিমাচলে নিজের বাড়িতেই বিয়ে করেন আদিত‍্য ইয়ামি। তিনি বলেন, “সত‍্যি বলতে এই মহামারির বছরে আমরা বিয়ের কথা ভাবিনি। কিন্তু ওই যে বলে যখন হওয়ার তখন ঠিকই হয়ে যায়। আমরা পরিকল্পনা করে বিয়েটা করিনি ঠিকই। কিন্তু খুব সুন্দর ভাবেই হয়েছে বিয়েটা।”


গত ৪ঠা জুন উরি পরিচালকের সঙ্গে চুপিচুপি বিয়ে সারেন ইয়ামি।বিয়েতে তাঁর প্রিয় ছবিটি শেয়ার করে ইয়ামি লেখেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা আজ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেছি। ব‍্যক্তিগত বিষয় গোপন রাখতেই খুব ঘনিষ্ঠ জনদের নিয়ে এই অনুষ্ঠান করেছি আমরা। বন্ধুত্ব ও প্রেমের এই সফরে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনা চাই।’

কনের সাজে এদিন অসাধারন দেখাচ্ছিল ইয়ামিকে। লাল ও রূপোলি রঙা শাড়ি ও চেলিতে সেজেছিলেন তিনি। সঙ্গে ভারী সোনার গয়না, হাতে কলিরে। পাশে সাদা ও ক্রিম শেরওয়ানিতে আদিত‍্য। করোনা পরিস্থিতিতে দুই পরিবার ও ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে হয় বিয়ে।

X