চেনেন এই ক্রীড়াবিদকে? তিন তিনবার ৩ টি দেশের হয়ে করেছিলেন অলিম্পিক্সে প্রতিনিধিত্ব

অলিম্পিক্সে (Olympic games)কোন পদক না জিতলেও নজর কেড়েছিলেন সকলের। একাই তিন তিনটে দেশের জয়ে প্রধিনিধিত্ব করে রেকর্ড করেছিলেন ইয়ামিল (Yamil Aldama)। অলিম্পিক্সে কোন স্থান না পেলেও, অন্যান্য আন্তর্জাতিক খেলায় একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।

২৬ শে জুলাই থেকেই প্যারিসে শুরু হচ্ছে ৩০ তম অলিম্পিক্স। আর চলবে ১১ ই অগস্ট পর্যন্ত। এই খেলায় ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তবে এই অলিম্পিক্সে অনেক ক্রীড়াবিদকেই অতীতে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেলেও, তিনটি দেশের হয়ে খেলে সকলের নজর আকর্ষণ করেছিলেন ইয়ামিল।

Yamil Aldama in olympic games

১৯৯৬ সালের অলিম্পিক্সেই (Olympic games)যোগ দেওয়ার কথা থাকলেও, চোটের কারণে নাম দিতে পারেননি। তারপর কিউবার জন্মগ্রহণকারী ইয়ামিল ২০০০ সালে সেই দেশের হয়েই প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু ট্রিপল জাম্পে চতুর্থ স্থান অর্জন করায় কোন পদক লাভ করতে পারেননি।

এরপর ২০০১ সালে স্কটিশ টিভি প্রযোজক অ্যান্ড্রু ডডসকে বিয়ে করলেও, তাঁর স্বামী মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়। জীবনের ওঠা পড়ার মাঝেই ২০০৪ সালের অলিম্পিক্সে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইলে, তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। এইসময় স্পেন, ইটালি এবং চেক প্রজাতন্ত্রের তরফ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও, তিনি বেছে নিয়েছিলেন সুদানকে। কিন্তু ভাগ্য তাঁর সাধ দেয় না। এখানে তিনি পঞ্চম হন।

অবশেষে ২০১০ সালে ইয়ামিল (Yamil Aldama)ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করে ২০১২ সালে আবারও অলিম্পিক্সে নাম দিয়েছিলেন। এইবার বছর ৪০-র ইয়ামিল চোট নিয়েই ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করলেও, হাতে আসেনি কোন পদক। এখানেও তিনি পঞ্চম স্থান অধিকার করেন।

এইভাবে তিন বার তিনটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও, অলিম্পিক্স থেকে কোনরকম পদক ঘরে আনত পারেননি ইয়ামিল। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকটি পদক রয়েছে তাঁর জিম্মায়।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর