বাংলা হান্ট ডেস্ক : কয়েকদিন আগেই অসমের রেজিমেন্টে বাংলা গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছিল মার্কিন সেনাদের৷ এ বার ভারতকে আরও এক অনন্য সম্মান দিল মার্কিন সেনারা, তাই ভারত মার্কিন সেনার যৌথ মহড়ার শেষে মার্কিন ব্র্যান্ডে বাজলেও জনগণমন অধিনায়ক ও৷ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও ঘটনাটি এক সপ্তাহ আগের অর্থাত্ গত সপ্তাহের শুক্রবার৷ কিন্তু তাতেও ভিডিওটি ইতিমধ্যেই চমকে দিয়েছে সকলকে৷ সেনা জওয়ান সূত্রে খবর খুব আনন্দ করে প্রতি বছর এই দুই দেশের যৌথ মহড়া উত্সবে মাতেন সৈন্য দলেরা৷
#WATCH USA: American Army band playing Indian National Anthem during the Exercise Yudh Abhyas 2019 at Joint Base Lewis, McChord. pic.twitter.com/J9weLpKD3X
— ANI (@ANI) September 19, 2019
এখানেই দুই দেশের সৈন্য দলের বিভিন্ন গানের সঙ্গে নাচ গান করেই জমজমাটি অনুষ্ঠান সেলিব্রেট করে৷ এমনকি দুই দেশের সেনারা এক সঙ্গে গলাও মেলান৷ তবে এ বার যেন অনন্য নজির গড়ল ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন বাজিয়ে৷ জানা গিয়েছে ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে মার্কিন সেনাদের তরফ থেকে একটি বিশেষ উপহার৷ দেশের সেনাদের বিদেশের সেনারা এভাবে সম্মানিত করা যথেষ্ট গর্বের বিষয় দেশবাসীর কাছে৷ সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে বার বার দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ৷
উল্লেখ্য গত শুক্রবার ওয়াশিংটনের লুইস ম্যাকড জয়েন্ট বেস ক্যাম্পে ভারত এবং মার্কিন সেনাদের যুদ্ধ ও ভ্যাস নামক একটি মহড়া শুরু হয় যেখানে উন্নততর রণকৌশল থেকেই আধুনিক অস্ত্র চালানো সহ একাধিক নতুন বিষয় শেখানো হয়৷ দুই দেশ যৌথভাবে বিষয়টিকে ভাগ করে নেয়৷ এই মহড়ায় সন্ত্রাস দমন অভিযান থেকে বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য বেশ কয়েকটি সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ও কৌশল আদান প্রদান করা হয়৷ এই মহড়ার মাধ্যমে এক হয় মার্কিন ও ভারতীয় সেনারা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত যেমন মজবুত হয়, তেমনই সৈন্যদলের সঙ্গে সম্পর্ক সুদৃর হয়৷