দিদিকে বলোতে বেরিয়ে কর্মিদের ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী তপন দাশগুপ্ত

দিদিকে বলোতে বেরিয়ে কর্মিদের ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী তপন দাশগুপ্ত।পঞ্চায়েতের নেতার কর্মিদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন তৃনমূলের বর্ষিয়ান এক কর্মি।মন্ত্রী আস্বস্ত করেন ব্যবস্থা নেওয়ার।

দিদিকে বলো কর্মসূচী জনসংযোগে আজ হারিট পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ঘোরেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।দিদিকে বলোর ফোন নম্বর বিলি করেন।ছোটোদের হাতে ঘুরি তুলে দেন।হারিট বাজারে প্রাক্তন শিক্ষক পুরোনো তৃনমূল কর্মি অসিত ঘোষ মন্ত্রীকে পেয়ে ক্ষোভ উগরে দেন।তাকে নতুন কর্মিরা সম্মান দেয় না।

didik bolo

একটি সালিশি সভায় ঝাঁটা দিয়ে মারবে বলেও হুমকি দেওয়া হয়।মন্ত্রী তাকে বলেন লিখিত অভিযোগ জানাতে তিনি ব্যবস্থা নেবেন।হারাধন ঘোষ নামে এক কর্মি অভিযোগ করেন কোনো কাজ করতে গেলেই টাকা দিতে হয় নেতাদের।নীচুতলার নেতারা দূর্নীতি করছে তার ফল ভুগতে হবে দলকে।মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, দিদিকেও বলেছেন বলে জানান ওই তৃনমূল কর্মি।।।।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর