রাজনীতিতে ঢুকেই নুসরতকে ভুললেন যশ! এবার মধুমিতার সঙ্গে মজলেন প্রেমে!

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন মাস ধরেই সংবাদ শিরোনামে ঘুরে বেড়াচ্ছে নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তর (yash dasgupta) নাম। একসঙ্গে রাজস্থান ট‍্যুর থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালী মন্দিরেও একত্রে ক‍্যামেরাবন্দি হন দুজনে। স্বামী নিখিলের সঙ্গে সংসার ভেঙে গিয়েছে, এখন সেই ফাটলে ঢুকে পড়েছেন যশ, এমনি গুঞ্জন ক্রমশ তুঙ্গে উঠছে নেটপাড়ায়। কিন্তু এবার যশের পাশে নুসরতকে নয় বরং দেখা গেল মধুমিতা সরকারকে (madhumita sarkar)।

চমকে গেলেন তো? বিষয়টা স্পষ্ট করেই বলা যাক। আসলে সম্প্রতি ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে আসতে দেখা যায় নুসরত ও যশকে। এদিন লাল হাই স্লিট গাউনে দেখা যায় অভিনেত্রীকে। ডেনিম জ‍্যাকেট ও জিন্স পরেছিলেন যশ। পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা।

1613729667 fake original
সেই একটি ছবিতেই নুসরতের মুখের জায়গায় এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে মধুমিতার মুখ‍। আর এই কাণ্ডটি ঘটিয়েছে যশ ও মধুমিতার একটি ফ‍্যানপেজ। সঙ্গে মধুমিতা অভিনীত ‘আমার চালাকি’ গানের একটি লাইনও যোগ করে দেওয়া হয়েছে। তবে এই ‘চালাকি’ নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি যশ বা মধুমিতা কেউই।

https://www.instagram.com/p/CLVsZPxhNkz/?igshid=1dgrelvyqbbqb

জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র অরণ‍্য ও পাখির হিট জুটি এখনো একই রকম জনপ্রিয় রয়েছে দর্শকদের কাছে। অরণ‍্য অর্থাৎ যশ দাশগুপ্ত তো বেশ অনেকদিন আগেই বড়পর্দায় পা রেখেছেন। ফ‍্যানবেসও দেখার মতো যশের। এমনকি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি‌।

অপরদিকে ছোটপর্দা ছেড়ে কিছুদিন আগেই সেলুলয়েডের দুনিয়ায় পদার্পণ করেছেন মধুমিতা। অর্জুন চক্রবর্তীর বিপরীতে ‘লভ আজ কাল পরশু’ ছবিতে অভিষেক করেছেন তিনি। এবার বড়পর্দায় সেই পুরনো অরণ‍্য পাখি জুটির ম‍্যাজিক ফের দেখার জন‍্য উৎসুক হয়ে উঠেছেন অনুরাগীরা। তাদের ইচ্ছাপূরণও হতে চলেছে খুব শীঘ্রই। svf এর তরফে জানানো হয়েছে সেলুলয়েডের পর্দায় এবার আসতে চলেছে যশ মধুমিতা জুটি।

তবে তাঁদের ছবির নাম বা অন‍্যান‍্য কোনো খবরই এখনো প্রকাশ‍্যে আনা হয়নি। এমনকি যশ বা মধুমিতা কেউই এই বিষয়ে মুখ খোলেননি এখনো। তবে তাতে অনুরাগীদের উৎসাহে এখনো ভাঁটা পড়েনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর