‘বিয়ে’র পর প্রথম একত্রে ছবি যশ-নুসরতের, কাশ্মীরেই শুট হল ছবির প্রথম গান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনাই সত‍্যি হওয়ার পথে। কাশ্মীরে হয়ে গেল যশ (yash dasgupta) নুসরতের (nusrat jahan) ছবির প্রথম গানের শুটিং। আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, প্রযোজক অভিনেত্রী এনা সাহার আগামী ছবিতেই জুটি বাঁধতে চলেছেন ‘যশরত’। পাশাপাশি এনার প্রযোজনা সংস্থার একটি মিউজিক ভিডিওতেও নাকি দেখা যাবে তাঁদের। দুজনের একসঙ্গে কাশ্মীরে পাড়ি দেওয়াও সেই উদ্দেশেই।

এবার শোনা গেল নাম ঠিক না হওয়া ছবির প্রথম গানের শুটিংও নাকি কাশ্মীরে সেরে ফেলেছেন যশ নুসরত। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ‘চিনে বাদাম’ ছবির পরিচালক শিলাদিত‍্য মৌলিকই শুট করেছেন গানটি। বলিউড থেকে ডান্স কোরিওগ্রাফারও আসার কথা ছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি।


মূলত দুটি গান শুট হওয়ার কথা ছিল কাশ্মীরে। যশ এনার আগামী ছবি ‘চিনে বাদাম’ এর একটি গান এবং এনার প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিওর গান। সেখানেও নায়ক নায়িকা যশ নুসরত। কিন্তু কাশ্মীর, যশ ও নুসরতকে একসঙ্গে পেয়ে আর দেরি করেননি এনা। এক ঢিলে তিন পাখি মেরেছেন তিনি। খবর যদি সত‍্যি হয় তবে ‘বিয়ে’র পর এটাই যশরতের প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার।

কাশ্মীরে পৌঁছে ইস্তক প্রায়দিনই টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন নুসরত। প্রথমে ফটোগ্রাফারের কোনো নাম না দিলেও সম্প্রতি ছবির জন‍্য ‘স্বামী’ যশকে কৃতিত্ব দেওয়া শুরু করেছেন  তিনি। ডাল লেকের শিকারায় বসে প্রিয়তমর হাতে আদর করে ভিডিও শেয়ার করেছেন।

https://www.instagram.com/p/CVhaZhvhgLC/?utm_medium=copy_link

আর এবার ‘কাশ্মীর কি কলি’ রূপে ধরা দিলেন নুসরত। কাশ্মীরি পোশাক পরে হাতে ফুলের ঝুড়ি নিয়ে হাসিমুখে ক‍্যামেরার জন‍্য পোজ দিলেন তিনি। নিজেই নিজের রূপে মুগ্ধ নুসরত। পোস্টের ক‍্যাপশনে লিখেছেন, ‘কাশ্মীর কি কলি’। ছবি তোলার কৃতিত্ব দিয়েছেন যশকে।

কাজের ফাঁকে ছোট করে হানিমুনও সেরে নিয়েছেন যশরত। খবর মিলেছে, শুক্রবারই কলকাতায় ফিরবেন যশ ও নুসরত। একরত্তি ছেলেকে রেখে গিয়েছিলেন কলকাতাতেই। এনা সাহা ফিরলে তবেই নতুন ছবির নাম ও অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীর নাম ঘোষনা হবে।

X