পঞ্চমীতেই জন্মদিন যশের, মা নুসরতের সঙ্গে বাবাকে কী বার্তা দিল ছেলে ঈশান?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ১০ অক্টোবর দিনটা নুসরত জাহানের জীবনে এক গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে। কারণ এদিন তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্তের (yash dasgupta) জন্মদিন। জল্পনা অনুযায়ী গত বছর পুজোর থেকেই সম্পর্কে জড়িয়েছিলেন যশরত। সেই হিসেবে এবার পুজোয় এক বছর পূর্ণ হবে তাঁদের সম্পর্কের।

দূর্গাপুজোর পঞ্চমীতেই এবার জন্মদিন পড়েছিল যশের। শোনা যাচ্ছে সঙ্গী নুসরত ও সন্তান ঈশানের সঙ্গেই নাকি এই বিশেষ দিনটা কাটিয়েছেন অভিনেতা। ইতিমধ‍্যেই কেক কাটার ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যশ। সঙ্গে নুসরতের পাঠানো বিশেষ শুভেচ্ছা বার্তাও। যশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়, তনুশ্রী চক্রবর্তীরা। তবে ছেলে ঈশান কি কোনো বিশেষ বার্তা দিল বাবার জন্মদিনে? তা অবশ‍্য জানা যায়নি।


পুজোতে গত বছর রাজস্থান ট্রিপেও গিয়েছিলেন যশরত জুটি। সেই ট্রিপের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এক বছর পর এখন তাঁদের জীবনে এসে গিয়েছে আরো এক সদস‍্য, আদরের সন্তান ঈশান। তাই সেলিব্রেশন দ্বিগুণ। কিছু বিশেষ এ সময় না করলে চলে? যশের সপ্তাহান্তের ছবিই আভাস দিল সেই বিশেষ কিছুর। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা।

তার সাদা গেঞ্জির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পিঠ জোড়া ট‍্যাটু। সপ্তাহান্তে বিশেষ এই ছবিটি শেয়ার করেছেন যশ। তাঁর নতুন লুক দেখে অভিভূত নেটিজেনরা। ছবিটির মাধ‍্যমে না বলেও যেন অনেক কিছু বলে দিয়েছেন যশ। পুজোতে নুসরতের জন‍্যই কি এই ট‍্যাটু অভিনেতার? প্রশ্ন তুলেছেন অনেকে।


কিছুদিন আগেই পুজোর প্ল‍্যান শেয়ার করেছেন নুসরত। এবারের পুজো পুরোটাই বাড়িতে কাটাবেন তিনি। কারণ, প্রথমত তিনি এখন মা হয়েছেন, ছেলের সুরক্ষার দিকটাই প্রথম মাথায় রাখতে হচ্ছে তাঁকে। তাছাড়া করোনার ভ্রুকুটি যায়নি এখনো। এমনিতে অন‍্যবারেও পুজোতে তাঁর বাড়িতেই বসে আড্ডা, খাওয়া দাওয়ার আসর।

X