‘সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে’, প্রচারে নেমে বক্তব‍্য বিজেপির যশ দাশগুপ্তের

বাংলাহান্ট ডেস্ক: জোর কদমে প্রচারের (campaign) কাজ শুরু করে দিলেন বিজেপির (bjp) তারকা প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। কিছুদিন আগেই প্রার্থী হিসাবে নাম ঘোষনা হয়েছে তাঁর। চণ্ডীতলা থেকে বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন যশ দাশগুপ্ত। এবার জনস্রোতে ভেসে প্রচারের কাজও শুরু করে দিলেন তিনি।

ডানকুনির চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন যশ। স্থানীয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনার পর ডানকুনি স্টেশন সংলগ্ন অঞ্চলে প্রচার শুরু করেন যশ। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতে দেখা যায় তাঁকে। অভিনেতাকে কাছ থেকে দেখতে এদিন মানুষের ঢল নেমেছিল।

311625 batchwhatsapp image 2021 03 17 at 09.34.06
অনেকেই সেলফি অটোগ্রাফের আবদার করেন যশের কাছে। কাউকেই ফেরাননি তিনি। পাশাপাশি স্থানীয়দের অভাব অভিযোগের কথাও শোনেন যশ। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডেই এদিন প্রচার সারেন যশ দাশগুপ্ত।

সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার মুখোমুখি হয়ে যশ বলেন, “আমি বিনোদন জগতের মানুষ, এখন রাজনীতিতে এসেছি। কিন্তু মানুষকে বিনোদন দেওয়া ও তাদের পাশে থেকে কাজ করা দুটো এক নয়। আমি হাসপাতাল স্কুল সহ চণ্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ‍্যে শিল্পের দরকার। কাজের অভাবে মানুষ ভিন রাজ‍্যে যেতে বাধ‍্য হচ্ছে।”

311622 batchwhatsapp image 2021 03 17 at 09.34.05 2
যশ আরো বলেন, “সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে। ব‍্যক্তিগত ভাবে কাদা ছোঁড়াছুঁড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি কি করতে পারি সেটাই আপনাদের বলতে চাই।”এর আগে প্রার্থী হিসাবে নাম ঘোষনা হওয়ার পর হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেন, এতদিন শুধু নিজের পরিবারের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এখন আরো পরিবার, বাবা মায়ের দায়িত্ব পেয়েছেন তিনি। সবার জন‍্যই কাজ করবেন বলে জানান যশ।

চণ্ডীতলায় বিরোধী দলের প্রার্থীদের উদ্দেশেও সৌজন‍্য প্রকাশ করেন যশ। যশের বিরুদ্ধে চণ্ডীতলা বিধানসভায় নির্বাচনী লড়াইয়ে নামছেন তৃণমূলের দু বারের বিধায়ক স্বাতী খন্দকার ও সিপিআইএমের হেভিওয়েট নেতা মহম্মদ সেলিম। তাঁদের উদ্দেশে প্রণাম জানিয়ে যশ বলেন, “নিজের সম্পর্কে আমি বলব যে আমি রাজনীতি বুঝি না। মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই।”

প্রার্থী ঘোষনা হওয়ার পরপরই টুইট করে যশ লেখেন, ‘এতদিন অভিনেতা হিসাবে আপনারা আমায়  ভালোবেসেছেন। এবার আমি আপনাদের মধ্যে আসছি, আপনাদেরই ছেলে হয়ে। Hooghly জেলার Chanditala র বিজেপি প্রার্থী আমি । দেখা হবে খুব তাড়াতাড়ি। আশীর্বাদ করুন, এই নতুন যাত্রায় আমার পাশে থাকুন।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন, ‘#LokkhoSonarBangla’।


Niranjana Nag

সম্পর্কিত খবর