রাজ-শুভশ্রী-জুন-নুসরতের মাঝে যশ দাশগুপ্ত! ‘চটিচাটার দল’ কটাক্ষ নেটনাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার হেভিওয়েট জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly)। পাশাপাশি দুজনে দারুন ‘হোস্ট’ও। নানান উপলক্ষে ‘রাজশ্রী’র আরবানার ফ্ল‍্যাটে বসে জমজমাট আসর। আমন্ত্রিত থাকেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা। পুজোর সময়েই প্রতি বারের আড্ডা বসেছিল রাজ শুভশ্রীর বাড়িতে। এসেছিলেন আবির, সোহম, রুদ্রনীলরা।

এবার পুজো শেষের আড্ডায় দেখা গেল নতুন মুখদের। আদৃত রায়, সস্ত্রীক বাবুল সুপ্রিয়, অরিন্দম শীল, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়, সস্ত্রীক সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর পাশাপাশি দেখা মিলল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তরও।


এঁরা সকলেই বাংলার বিনোদন ইন্ডাস্ট্রির নামী তারকা হলেও বেশিরভাগেরই আরো একটি পরিচয় রয়েছে। এঁরা সকলেই রাজ‍্যের শাসক দলের সঙ্গে যুক্ত। কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ বা আবার গুরুত্বপূর্ণ কোনো পদে রয়েছেন। শুভশ্রীর স্বামী রাজও তৃণমূল বিধায়ক। এঁদের মাঝে ‘অড ওয়ান আউট’ একমাত্র যশ দাশগুপ্ত।


স্ত্রী নুসরত তৃণমূল সাংসদ হলেও তিনি উলটো দিকে হেঁটে নাম লিখিয়েছিলেন বিজেপিতে। ভোটেও দাঁড়িয়েছিলেন। জয়ের মুখ অবশ‍্য দেখতে পাননি। তারপর থেকে আর রাজনীতিমুখো হতে দেখা যায়নি তাঁকে। এদিনের গেট টুগেদারের উপলক্ষ স্পষ্ট না হলেও একঝাঁক তৃণমূলের তারকা সদস‍্যের মাঝে বিজেপির যশের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/CjllXdhhuXt/?igshid=YmMyMTA2M2Y=

তার প্রমাণ রয়েছে কমেন্ট বক্সে। কটাক্ষ ছোঁড়ার কোনো সুযোগই ছাড়েননি নেটিজেনরা। একজন তীব্র শ্লেষ মিশিয়ে লিখেছেন, ‘পা চাটা খেতে না পাওয়া হ‍্যাংলা মানুষের দল।’ আরেকজনের মন্তব‍্য, ‘তৃণমূলের সেলিব্রিটি গ‍্যাং’। কারোর কটাক্ষ, ‘চটিচাটার দল’। আবার আরেকজন লিখেছেন, যশ এখানে কী করছে? ওকে সোহমের পাশে দাঁড় করানো উচিত ছিল। আবার কারোর খোঁচা, খেলা হবে টিম উইথ যশ।


আড্ডার উপলক্ষ কী ছিল তা জানা না গেলেও এদিনের কিছু ঝলক শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা গেল খানাপিনার আসরে গান ধরেছেন বাবুল। গলা মিলিয়েছেন আদৃত, জুনরাও। ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘হাসিখুশি মুখগুলো’।

X