অবশেষে কি প্রেমের ফুল ফুটলো মিমির মনে? যশের কমেন্টে শুরু জোর জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে কি তাহলে প্রেমে পড়লেন মিমি চক্রবর্তী (mimi chakraborty)? ‘বোনু’ নুসরত জাহানের মতো এবার তিনিও কি খুব শীঘ্রই বসতে চলেছেন।বিয়ের পিঁড়িতে? বিয়ের কথা না জানা গেলেও প্রেমে যে মিমি পড়েছেন তা নিয়েই গুঞ্জন চলছে এখন নেটপাড়ায়।

কিন্তু হঠাৎ এমন জল্পনার কারন কি? আসলে অভিনেতা যশ দাশগুপ্তর (yash dasgupta) কমেন্ট দেখেই এমন সন্দেহ জেগেছে নেটপাড়াবাসীর। সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি সেলফি পোস্ট করেছেন মিমি। খোলা চুলে জাদু ছড়িয়ে ছবির ক‍্যাপশনের দায়িত্ব অনুরাগীদের হাতেই ছেড়ে দিয়েছেন অভিনেত্রী।


সেখানেই কমেন্ট করেছেন যশ। তিনি লিখেছেন, ‘লভ ইজ ইন দ‍্য ‘হেয়ার”। উত্তর দিয়েছেন মিমিও। আর এই কমেন্ট দেখেই জল্পনা তুঙ্গে উঠেছে নেটজনতার। তাহলে কি প্রেমের বাঁশি বেজেছে মিমির জীবনে? যশের সঙ্গেই কি সম্পর্কে জড়িয়েছেন তিনি? উত্তর খুঁজছে নেটিজেনরা।

https://www.instagram.com/p/CE1gdAmgvXR/?igshid=1qce75cwbwlrp

তবে উত্তর মেলেনি এখনও মিমির তরফে। সাংসদের দায়িত্ব এবং অভিনয়ের কেরিয়ার নিয়েই এখন তুমুল ব‍্যস্ত তিনি। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি ‘SOS Kolkata’। দীর্ঘ লকডাউনের পর সম্প্রতি শুরু হয়েছে ‘SOS Kolkata’র শুটিং।

https://www.instagram.com/p/CDA6bfwAVWB/?igshid=tmzfe9dqc8tp

ছবিতে মিমি রয়েছেন ক‍্যামিও চরিত্রে। জানা গিয়েছে ছবির চিত্রনাট‍্য লেখা হয়েছে জঙ্গি হানা নিয়ে। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির প্রথম পোস্টার। যশ দাশগুপ্তকে দেখা গিয়েছে সেই পোস্টারে। শোনা যাচ্ছে চলতি বছর পুজোতেই মুক্তি পাবে এই ছবি। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষনা হয়নি ছবি মুক্তির তারিখ।

https://www.instagram.com/p/CE3pAVpgufG/?igshid=5le04ngabuu5

প্রসঙ্গত, মিমির ছবিতে কমেন্ট করেছেন নুসরতও‌। মজা করে তিনি প্রশ্ন করেন, ‘আমিও অংশগ্রহণ করব?’ উত্তরে মিমি হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘প্লিজ করো’।

X