পাত্তা পেলেন না সৌরভ, ধাওয়ানরা! টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরাট রেকর্ড যশস্বীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Test Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ শতরান করে আউট হয়ে গিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমান গিল ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। তাতে অবশ্য ভারতের ওপর চাপ বাড়েনি। দ্বিতীয় ইনিংস সমাপ্ত হওয়ার আগেই বড় লিড নিয়ে নিয়েছে তারা। দ্বিতীয় দিনের খেলার শেষে ক্রিজে রয়েছেন অভিষেকেই শতরান করা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বিরাট কোহলি (Virat Kohli)।

আজ নিজের শতরান পূরণ করতে ২১৫ বল সময় নিয়েছেন যশস্বী। শত রান করার পরে উল্লাসে ফেটে পড়েন তিনি। ১৬ তম ভারতীয় ক্রিকেটার এবং তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে নিজের প্রথম টেস্টেই শতরানের দেখা পেলেন তিনি। সেই সঙ্গে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে শতরানের দেখা পাওয়া প্রথম ভারতীয় হয়ে গেলেন তিনি।

jaiswal debut century

তবে তিনি ইতিমধ্যেই ভারতীয় টেস্ট জার্সিতে নিজের অভিষেক ম্যাচে একটি রেকর্ড গড়ে ফেলেছেন যা অন্য কোনও ভারতীয় কিংবদন্তি ছুঁতে পারেননি। সৌরভ গঙ্গোপাধ্যায়, আজহারউদ্দিন, রোহিত শর্মা-দের মতন তারকা ক্রিকেটারদের পেছনে ফেলে নিজের অভিষেক টেস্টে সবচেয়ে বেশি ডেলিভারি খেলার রেকর্ড গড়ে ফেলেছেন যশস্বী। মজার ব্যাপার হল যে তিনি এখনো নট আউট রয়েছেন এবং তৃতীয় দিনে ব্যাট করবেন।

নিজেদের অভিষেক টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি ডেলিভারির মুখোমুখি হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা:

১. যশস্বী জয়সওয়াল (৩২৩*)
২. মহম্মদ আজহারউদ্দিন (৩২২)
৩. সৌরভ গঙ্গোপাধ্যায় (৩০১)
৪. রোহিত শর্মা (৩০১)

এই অসাধারণ শতরানের পর নিজের মা-বাবার পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন যশস্বী, যারা তার ক্রিকেটার হিসেবে এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন পর্যায়ে। তবে অতিরিক্ত উৎসাহিত হতে রাজি নন তিনি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা অসাধারণভাবে হয়েছে। এখন ধারাবাহিকতা বজায় রাখাই তার পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর