খেলার আগেই ওয়াকওভার! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যশবন্ত সিনহার দাবিতে ব্যাকফুটে বিরোধী জোট

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচন (President Election) আসন্ন। লোকসভা ভোটের পূর্বে এই নির্বাচনকে হাতিয়ার করেছে কেন্দ্র এবং বিরোধী দুই শিবিরই। তবে বর্তমানে কেন্দ্রের কৌশলে ক্রমশই ব্যাকফুটে চলে গিয়েছে বিরোধী জোট। এক্ষেত্রে বিজেপির (BJP) পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) রাষ্ট্রপতি পদে জয়লাভ এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে আর এর মাঝে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি মন্তব্য বিরোধী শিবিরকে আরো দুর্বল করে তোলে। এদিন বিরোধীদের দ্বারা রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই সমর্থন করলেন। তাঁর দাবি, “বিজেপির তরফ থেকে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানানো হলে আমরা সকলেই রাষ্ট্রপতি পদে সর্বসম্মতভাবে একজন প্রার্থী স্থির করতাম।”

কয়েকদিন পূর্বেও বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীর নাম স্থির করার জন্য একাধিকবার বৈঠকে বসে বিরোধী শিবির। এক্ষেত্রে অনেকগুলি আঞ্চলিক দল মিলে বৈঠক করার মাধ্যমে বিরোধী জোটের ঐক্যর প্রসঙ্গটি মাথাচাড়া দিয়ে ওঠে। তবে বর্তমানে তাদের সেই আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক দল বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এর মাঝে কয়েকদিন পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দ্রৌপদী মুর্মুর নাম আগে ঘোষণা করা হয়নি। বিজেপি যদি একজন আদিবাসী মহিলার প্রার্থী হওয়ার ব্যাপারটি জানাতো, তাহলে আমরা চেষ্টা করতে পারতাম। এক্ষেত্রে ঐক্যমত হওয়াই যেত। তবে ওরা ওদের সাজেশন কাউকে জানায়নি।”

এদিন সেই প্রসঙ্গটিকে টেনে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার সমর্থন জানাচ্ছি। উনি ঠিক কথা বলেছেন। রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করার পক্ষপাতী আমি নই। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, যদি সর্বসম্মত ভাবে একজন প্রার্থীকে বেছে নেওয়া হয়। এই যে নির্বাচন হতে চলেছে, তার জন্য দায়ী বিজেপি।”

yashwant sinha 123

তবে দ্রৌপদী মুর্মু সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ হয় বিরোধী দলগুলি। উল্লেখ্য, যশবন্ত সিনহা অতীতে তৃণমূল কংগ্রেস দলের সদস্য ছিলেন। ফলে প্রথমে বৈঠকে তাঁর নাম স্থির করা এবং পরবর্তীতে পুনরায় দ্রৌপদী মুর্মুর বিষয়ে মন্তব্য করার বিষয়টিকে ভালো চোখে দেখেনি বিরোধীরা। এর মাঝে এদিন যশবন্ত সিনহার এহেন মন্তব্য পরবর্তীতে দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর