ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে সব ধর্ম নিষিদ্ধ করা হোক! পরামর্শ তৃণমূল নেতা যশবন্ত সিনহার

বাংলা হান্ট ডেস্কঃ পুনরায় একবার কেন্দ্রে বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহা। বর্তমানে তাঁর নিশানায় বিজেপির হিন্দুত্ব নীতি আর সেই নীতিকেই উল্লেখ করে তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার এবং গোটা দেশ থেকে অন্যান্য সকল ধর্মকে নিষিদ্ধ করার মন্তব্য করে বসেন। তবে তাঁর এই মন্তব্য পুরোটাই ছিল বিজেপি সরকারকে কটাক্ষ।

বর্তমানে দেশে বেহাল অর্থনৈতিক দশা এবং বিভিন্ন প্রান্তে ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার ঘটনা দেখা গিয়েছে। একদিকে যেমন করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে তো আবার অন্যদিকে ধর্মকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক হিংসার ছবি সামনে উঠে এসেছে। বর্তমান সময়ে করোনার দাপট কিছুটা কম হলেও অর্থনৈতিক বেহাল দশা গোটা দেশ জুড়ে জারি রয়েছে! তেল, পেট্রোল-ডিজেল সহ একাধিক মূল্যবান জিনিসের দাম ক্রমশই বেড়ে চলেছে। এরই মাঝে এই সপ্তাহের শুরুর দিকের রান্নার গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, সঙ্গে আবার টাকার মূল্য রেকর্ড হারে পতন হয়েছে। এই সকল কারণে বর্তমানে দেশবাসীর পকেটে যখন টান পড়ে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে ভোলেননি তৃণমূল নেতা।

তাঁর কথায় দেশে হিংসার ছবিও ফুটে উঠেছে। দিল্লি ও মধ্যপ্রদেশের একাধিক স্থান থেকে যেমন মানুষের ওপর ধর্মের নামে অত্যাচারের ছবি উঠে এসেছে, ঠিক তেমনি ভাবে আবার লাউডস্পিকার বিতর্ককে কেন্দ্র করে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো জায়গায় ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা! এমনকি এই পরিস্থিতিকে কেন্দ্র করে খুনের একাধিক ঘটনা উঠে এসেছে শিরোনামে। এই করুণ সংকটের মুহূর্তে বিজেপি সরকার কেন চুপ করে রয়েছে, সেই প্রসঙ্গ টেনে এদিন দু’টি টুইট করেন যশবন্ত সিনহা।

তৃণমূল নেতা এদিন বলেন, “সাম্প্রতিক সময়ে দেশবাসী যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে, তার একটি মাত্র সমাধান রয়েছে এবং তা হল সংবিধান বদলে ফেলে দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। একই সঙ্গে এছাড়া অন্য সকল ধর্মকে নিষিদ্ধ করা হোক। হিন্দু ব্যতীত অন্যান্য সকল ইতিহাস মুছে ফেলে অতীতে আমাদের ওপর যেভাবে খ্রিস্টান, মুসলিম কিংবা বৌদ্ধরা অত্যাচার করেছে, তার বদলা নেওয়া হোক।”

এদিন একপ্রকার ব্যঙ্গের ছলেই কেন্দ্র সরকারকে আক্রমণ করেন যশবন্ত সিনহা। অতীতেও অবশ্য একাধিক ইস্যুকে সামনে এনে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি, তবে সম্প্রতি দেশের বুকে ঘটে চলা হিংসার আবহে তাঁর এই মন্তব্য বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

Sayan Das

সম্পর্কিত খবর