দুই চ‍্যানেলে হাড্ডাহাড্ডি টক্কর, বছরের শেষ টিআরপি তালিকায় একগুচ্ছ চমক! বেঙ্গল টপার হল কে?

বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ সপ্তাহের টিআরপি (TRP List) তালিকা চলে এল সামনে। একাধিক চ‍্যানেলে একগুচ্ছ বাংলা সিরিয়ালের (Serial) মধ‍্যে সেরা দশে কারা জায়গা করে নেবে তার জন‍্য সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকেন দর্শকরা। এ বছরের মতো শেষ টিআরপি তালিকা চলে এসেছে প্রকাশ‍্যে।

এই নিয়ে সপ্তম বারের মতো বাংলা সেরার তকমা পেয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। জগদ্ধাত্রী এবং জ‍্যাস স‍্যান‍্যালের বুদ্ধি আর কাণ্ডকারখানায় এখনো মজে দর্শকরা। কয়েক মাস আগে শুরু হয়েছে সিরিয়ালটি। তারপর থেকে টানা ভাল ফল করে আসছে জগদ্ধাত্রী। যত দিন যাচ্ছে টিআরপিও বাড়ছে উত্তরোত্তর। এ সপ্তাহে ৮.৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে জগদ্ধাত্রী।

trp list
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখেছে স্টার জলসার স্টার ‘অনুরাগের ছোঁয়া’। বেশ অনেকদিন আগে শুরু হলেও টিআরপিতে খুব একটা হেরফের দেখা যায় না এই সিরিয়ালের। তবে টপারের থেকে কিছুটা পিছিয়ে ৮.৪ পয়েন্ট পেয়েছে অনুরাগের ছোঁয়া।

প্রথম পাঁচের চারটি স্থানেই রয়েছে জি বাংলার সিরিয়াল। তিন নম্বরে ৮.১ নম্বর নিয়ে ‘গৌরী এলো’, চার এবং পাঁচে যথাক্রমে ‘খেলনা বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.০ আর ৭.৭। তবে পিছিয়ে নেই স্টারও। বছর শেষে দুই চ‍্যানেলে ভালোই জমেছে টিআরপির লড়াই।

Serial trp
ছয় থেকে দশ পুরোটাই নিজেদের দখলে রেখেছে স্টার জলসা। ৭.৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’। আরেক নতুন সিরিয়াল ‘পঞ্চমী’ও রয়েছে ঠিক তার পেছনেই‌। তবে শুরুর সপ্তাহ থেকে এখন পর্যন্ত অনেকটাই নম্বর কমেছে এই সিরিয়ালের। জি এর নতুন সিরিয়াল রাঙা বউ ৬.৯ নম্বর নিয়ে মিঠাই এর সঙ্গে জায়গা ভাগ করেছে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
জগদ্ধাত্রী- ৮.৯ (প্রথম)
অনুরাগের ছোঁয়া- ৮৪ (দ্বিতীয়)
গৌরী এলো- ৮.১ (তৃতীয়)
খেলনা বাড়ি-  ৮.০ (চতুর্থ)
নিম ফুলের মধু,- ৭.৭ (পঞ্চম)
বাংলা মিডিয়াম- ৭.৫ (ষষ্ঠ)
পঞ্চমী- ৭.৪ (সপ্তম)
আলতা ফড়িং, গাঁটছড়া- ৭.২ (অষ্টম)
মিঠাই, রাঙা বউ- ৬.৯ (নবম)
সাহেবের চিঠি- ৬.৪ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর