বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বি.এস ইয়েদুরাপ্পা অ্যাকশনে এসে গেলেন। ইয়েদুরাপ্পা জানান যে, তিনি ক্যাবিনেট বৈঠকে বড়সড় ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ছাড়া, তিনি কৃষকদের আলাদা করে ২০০০ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যে মন্ত্রীমণ্ডল গঠন নিয়ে ইয়েদুরাপ্পা বলেন, ‘আমি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জি এবং অনান্য নেতাদের সাথে আলোচনা করব। দরকার পড়লে আমি কালই দিল্লী যাব, ক্যাবিনেট নিয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব।” কর্ণাটকের বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা শপথ গ্রহণের আগে বলেন, ‘ আমি রাজ্যের মানুষদের ধন্যবাদ জানাতে চাই, ওনারাই আমাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছে। আমার মুখ্যমন্ত্রী পদ সবসময় রাজ্যের সন্মানের জন্য হবে।”
২০ দিনের নাটকের পর কর্ণাটক বাসী বি.এস ইয়েদুরাপ্পাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পেলো। ইয়েদুরাপ্পা চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। কিন্তু রাজ্যের বিরোধী দল তথা কংগ্রেস-জেডিএস সরকার ওনাকে সহজেই যে ছেড়ে দেবেনা, সেটা বলাই বাহুল্য। কংগ্রেস বি.এস ইয়েদুরাপ্পা কে শপথ গ্রহণের জন্য আমন্ত্রিত করার জন্য রাজ্যপালের কড়া সমালোচনা করে।
আরেকদিকে জেডিএস থেকে বলা হয়েছে যে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস এর নেতা কুমারস্বামী এই অপমানের বদলা নেবেন। কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিজেপি সরকার গড়লেও, আগামী ৩১ শে জুলাই তাঁদেরও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কর্ণাটক বিধানসভায়।