উঠে যাচ্ছে প্রিপেইড ট্যাক্সি বুথ, এবার কলকাতায় শুরু হচ্ছে নতুন এই সুবিধা! সস্তায় পৌঁছবে গন্তব্যস্থল

বাংলা হান্ট ডেস্ক : যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো হলুদ ট্যাক্সিতে (Yellow Taxi)। বেসরকারি অ্যাপ ক্যাবের সঙ্গে টক্কর দিতে এবার রাজ্যে চালু হল সরকারি যাত্রী সাথী (Yatri Sathi)। এবার থেকে মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ।

জানা যাচ্ছে, পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে এই যাত্রী সাথী অ্যাপের আওতায়। অর্থাৎ এবার থেকে বাড়িতে বসে অথবা যে কোনও লোকেশন থেকেই বুক করা যাবে হলুদ ট্যাক্সি।

একথা বলাই বাহুল্য যে, রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপ একটি যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। আর রাস্তার মাঝে হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করানোর দিন এবার শেষ। তার সাথে বিষয়টি ওলা উবেরের জন্যেও একটি ভালো প্রতিযোগিতা হতে চলেছে। তার সাথে যাত্রীদেরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে, এবার থেকে আর হাত দেখালেই গাড়ি থামবেনা।

গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে ট্যাক্সি‌। ইতিমধ্যেই প্লে স্টোর সহ একাধিক প্লাটফর্মে লঞ্চ হয়ে গিয়েছে এই নতুন YATRI SATHI অ্যাপ।

new app yatri sathi for yellow taxi in kolkata

প্রসঙ্গত উল্লেখ্য, কেউ যদি এখনও প্রি পেইড ট্যাক্সি বুক করতে চাইছেন চাহলে সেটা বৃথা চেষ্টা হবে। কারণ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া, শিয়ালদহ, দমদম বিমানবন্দর, কলকাতা টার্মিনাস এবং বিধাননগর রোড স্টেশনের প্রি পেইড ট্যাক্সি বুথ। শনিবার সকাল থেকেই ট্রাফিক গার্ড আধিকারিকরা বিষয়টি পথ চলতি যাত্রীদের বুঝিয়ে দিচ্ছেন।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর