বাংলা হান্ট ডেস্কঃ আরব দেশ ইয়েমেনের (Yemen) অদন এয়ারপোর্ট (Aden Airport) বুধবার বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে। সংবাদ সংস্থা রয়াটার্স অনুযায়ী, এই ধামাকায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে আহতও হয়েছে। উল্লেখ্য, এই বিস্ফোরণে কিছু আগেই সরকারের নতুন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে একটি বিমান পৌঁছেছিল। ওই মন্ত্রীরা সবাই সৌদি আরব (Saudi Arab) থেকে ফিরছিলেন। জানিয়ে রাখি ইয়েমেনে অনেক দিন ধরেই গৃহযুদ্ধ চলছে।
#WATCH Yemen: At least 5 people killed & dozens more wounded in an attack on Aden airport, shortly after a plane carrying a newly formed govt for Yemen arrived from Saudi Arabia today, reports Reuters quoting a local security source
(Video Source: Reuters) pic.twitter.com/a5Xf7vthzu— ANI (@ANI) December 30, 2020
রয়টার্স অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায় যে বিমান ল্যান্ড হওয়ার কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা গিয়েছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী মইন আবদুল মালিক আর রাজদূত সৈয়দ আল জাবর সমেত সমস্ত ক্যাবিনেট সদস্যদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী ট্যুইট করে নিরাপদে আছেন বলে জানান।