YES Bank নিয়ে ছড়িয়ে পড়া চাঞ্চল্য নিয়ে পুরো কংগ্রেস পার্টি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমনে নেমেছিল। তবে এখন খেলা অনেকদূর এগোতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই যে, গান্ধী পরিবারের সাথে Yes Bank এর সংস্থাপক রানা কাপুরের লিংক পাওয়া গেছে।
জানা যাচ্ছে রানা কাপুর প্রিয়াঙ্কা গান্ধীর পেন্টিং ২ কোটি টাকা মূল্যের বিনিময়ে ক্রয় করেছিলেন। আর এখন আরো এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে। খবর এই যে, Yes Bank এর সংস্থাপক রানা কাপুরের মেয়ে লন্ডনে পলায়ন করার চেষ্টায় ছিল। যদিও তাকে বিমানবন্দরেই আটক করে ফেলা হয়েছে।
প্রথমত জনিয়ে দি, লন্ডন এমন একটা স্থান যা বড়ো বড়ো চোরেদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত। লন্ডনের সরকার, প্রশাসন চোরদের সাথে কিভাবে যুক্ত রয়েছে তা বলা মুশকিল তবে নীরব মোদী, বিজয় মালিয়ার মতো বড়ো বড়ো অভিযুক্তরা লন্ডনেই রয়েছে। আর এখন রানা কাপুরের মেয়ে রোশিনী কাপুরও লন্ডন পলায়ন করার পরিকল্পনা করেছিল বলে জানা যাচ্ছে।
রানা কাপুরের পুরো পরিবারের উপর অনেক আগেই লুক আউট নোটিস জারি করা হয়েছে। আর এর মধ্যেই রানা কাপুরের মেয়ের এমন কর্মকান্ডকে অন্য চোখে দেখছে ইডি। লুক আউট নোটিস উপেক্ষা করে রোশনি কাপুর ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যম লন্ডনে যাওয়ার চেষ্টায় ছিলেন।
Just hours after the Enforcement Directorate (ED) took former MD and CEO of Yes Bank Rana Kapoor in custody, his daughter Roshini Kapoor was allegedly stopped by officials at the Mumbai Airport on March 8.https://t.co/louSR6b1TC
— Moneycontrol (@moneycontrolcom) March 8, 2020
ইডি জানিয়েছে রানা কাপুর তার স্ত্রী ও তিন কন্যার সাথে মিলিতভাবে ২০ টি ভুয়ো সংস্থা চালু করেছিলেন। সেই ভুয়ো সংস্থাগুলির টাকা এদিক থেকে ওদিক করা হতো এবং ঋণ নেওয়ার জন্য নানা রকম কর্মকান্ড চলতো। ED রানা কাপুরের স্ত্রী বিন্দু কাপুর এবং তাদের তিন কন্যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে। দিল্লি ও মুম্বাইয়ের এই অনুসন্ধান অভিযানের সময় রাখি কাপুর , রাধা কাপুর এবং রশনি কাপুরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখন রোশনি কাপুরের পালিয়ে যাওয়ার চেষ্টাকে সন্দেহের চোখেই দেখছে ইডি।