উত্তর প্রদেশে জনসংখ্যা নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) রবিবার নতুন জনসংখ্যা নীতি ২০২১-৩০ জারি করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অবসরে গোটা বিশ্বে বেড়ে চলা জনসংখ্যা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বেড়ে চলা জনসংখ্যা উন্নয়নে বাঁধা সৃষ্টি করে। তিনি জানান, উত্তর প্রদেশে জারি নীতি সমস্যার সমাধান করবে, সবার কথা মাথায় রেখেই এই নীতি আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা দরকার। অনেক দশক ধরে বেড়ে চলা জনসংখ্যা নিয়ে চর্চা হচ্ছে। গত চার দশক ধরে শুধু চর্চাই হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা দরকার। সবার আগে সচেতনতা ছড়াতে হবে। তাঁর থেকে লক্ষ্যে পৌঁছন যাবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসংখ্যা নীতি লাগু করে রাজ্যে খুশি আনতা হবে। নতুন নীতি সমস্ত বর্গের মানুষের কথা মাথায় রেখে আনা হয়েছে। জনসংখ্যাদ দিক থেকে উত্তর প্রদেশ দেশের সবথেকে বড় রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, দুই সন্তানের মধ্যে যদি উচিৎ সময়ের ফারাক না থাকে, তাহলে তাঁদের পুষ্টি প্রভাবিত হবে। রাজ্যে প্রজনন দর হ্রাস করা দরকার। সবাইকে এর সমর্থন করতে হবে, তবেই সফলতা আসবে। পাশাপাশি সমাজকেই সচেতন করতে হবে।

যোগী আদিত্যনাথ বলেন, আমাদের বর্ধিত জনসংখ্যা নিয়ে ভাবতে হবে। জনসংখ্যা বৃদ্ধি দারিদ্রতার কারণ। আমাদের রাজ্যকে সবথেকে বেশি প্রচেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী লক্ষ্য পূরণে উত্তর প্রদেশ আরও দায়িত্ববান হবে। এই নীতি রাজ্যের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবসের অবসরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর আবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছি। সেখানে জনসংখ্যার স্থায়িত্ব পাক্ষিকের উদ্বোধন করা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর