মোদীর সভার এক সপ্তাহের মধ্যেই বাংলায় যোগী, কোন ছক তৈরি করছে বিজেপি?

Updated on:

Updated on:

Yogi Adityanath to speak at Jangalmahal on July 24

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। একদিকে যখন বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেছে তৃণমূল, তখন পাল্টা পথে নামছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাত্র এক সপ্তাহ পরেই বাংলায় পা রাখতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই জঙ্গলমহলে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

২০২১ সালের নির্বাচনের মতোই এবারও কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে প্রচার শুরু করেছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রের খবর, যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) সামনে এনে হিন্দু ভোট (Hindu Vote) একজোট করার চেষ্টা করছে গেরুয়া শিবির। রাজনীতির কারবারিরা বলছেন, মোদীর “বাংলার উন্নয়নের সামনে প্রাচীর” মন্তব্যের পর এবার যোগীর আগমন বাংলায় বিজেপির হিন্দুত্ব বার্তা পৌঁছে দিতে পারে।

জঙ্গলমহল থেকে মোদীর সুরেই বার্তা দেবেন যোগী (Yogi Adityanath)?

দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, “বাংলায় বিজেপিই আসল অস্মিতার রক্ষাকর্তা।” এবার সেই সুরেই জঙ্গলমহল থেকে বার্তা দিতে পারেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুধু সভা নয়, জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিতে পারেন তিনি। নির্বাচনের মুখে গ্রামাঞ্চলে পা রেখে ভোট টানার চেষ্টা করছে গেরুয়া শিবির।

বাংলায় ঘাঁটি বাঁধতে চলেছেন অমিত শাহ?

বিজেপির উচ্চপর্যায়ের পরিকল্পনা আরও চমকপ্রদ। দলীয় সূত্রে খবর, বিহার নির্বাচনের (Bihar Election) পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় বাড়ি ভাড়া নিয়ে ভোটের প্রস্তুতি করবেন। বারবার যাতায়াত নয়, বাংলায় থেকেই রণনীতি সাজানোর ইচ্ছা তাঁর।

Yogi Adityanath to speak at Jangalmahal on July 24

আরও পড়ুনঃ বাঙালি বলেই হেনস্তা?’ অসমে ঘটনার নিন্দায় এবার মুখ খুললেন মমতা, বললেন…

ছাব্বিশে নজর, পুজোর পরেই ইস্তাহার

সব মিলিয়ে ছাব্বিশের (2026) লক্ষ্যে এখন থেকেই কোমর বেঁধে নামছে বিজেপি। পুজোর পরই ইস্তাহার বা সংকল্পপত্র (Manifesto) প্রকাশ করতে পারে দল। রাজনীতির কারবারিদের মতে, মোদীর সভার রেশ কাটতে না কাটতেই যোগীকে (Yogi Adityanath) মাঠে নামানো থেকেই স্পষ্ট, বাংলায় এবার জোর লড়াইয়ের জন্য প্রস্তুত গেরুয়া শিবির।