বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মহাকুম্ভের (Kumbh Mela) পদপিষ্টের ঘটনায় শিহরিত গোটা দেশবাসী। বুধবারের পর থেকে প্রয়াগরাজে যেন নেমেছে আতঙ্কের ছায়া। প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ। আর এহেন ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের সরকার। প্রয়াগরাজের কুম্ভ মেলায় যাতে কোনও রকমের নিরাপত্তায় ত্রুটি না থাকে তার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এরই মাঝে আরও বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে যোগী আদিত্যনাথকে। এখন প্রশ্ন হচ্ছে সেই পরীক্ষায় তিনি পাশ করবেন কি করে?
রবিবার কুম্ভ মেলায় (Kumbh Mela) বিশেষ দিন:
আসলে প্রয়াগরাজের কুম্ভ মেলায় (Kumbh Mela) পূণ্যস্নানের জন্য বিশেষ কিছু তিথি রয়েছে। গত মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা, সেইদিনটিও ছিল পূণ্যস্নান করার জন্য বিশেষ তিথি। আর এই তিথি উপলক্ষ্যে মঙ্গলবার রাতে এবং বুধবার ভোরের দিকে প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমস্থলে ভিড় জমান ভক্তরা। জনস্রোত এতই বেশি ছিল যে রীতিমত সেখানে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর যার ফলে এমন ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। এই অবস্থায় সামনে আসছে আরও বিশেষ একটি দিন। বলা যায় পূণ্যস্নান করার জন্য রবিবার পড়েছে গুরুত্বপূর্ণ একটি তিথি।
আসলে রবিবার সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী। এই দিনটিও মহাকুম্ভে (Kumbh Mela) পুণ্যস্নানের জন্য বিশেষ একটি দিন। তাই মৌনী অমাবস্যার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন যোগী সরকার। আর এবার ভক্তদের নিরাপত্তার রক্ষার্থে দুই অভিজ্ঞ আমলাদের উপর ভরসা করেছেন তিনি। জনতার ভিড় সামলাতে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশের দুই সিনিয়র আইএএস অফিসার আশিস গোয়েল এবং ভানুচন্দ্র গোস্বামীর উপর।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে মিলবে বাড়তি রেশন? কোন কার্ডে পাওয়া যাবে কত সামগ্রী? আগেভাগেই দেখুন
তথ্যসূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে যে দুই সিনিয়র অফিসারকে আনা হয়েছে তাঁদের এর আগে ২০১৯-এ অর্ধ কুম্ভে (Kumbh Mela) পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণের অভিজ্ঞতা রয়েছে। রবিবার ভক্তদের নিরাপত্তার কথা ভেবে লখনউ থেকে প্রয়াগরাজে ওই দুই অফিসারকে নিয়ে এসেছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ওই দু’জন আইএএস অফিসার মেলার দায়িত্বে থাকা বিজয়কিরণ আনন্দের সঙ্গে যোগাযোগ করেছেন। এই রবিবার বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন যোগী আদিত্যনাথের ত্রয়ী শক্তিই ভরসা।
আরও পড়ুন: কেমন হল এবারের বাজেট? নির্মলার ভূয়সী প্রশংসা করে বড় প্রতিক্রিয়া দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী
সংবাদসূত্রে জানা গিয়েছে যে, ১৯৯৫ সালের ব্যাচের আইএএস অফিসার আশিষ গোয়েল। প্রয়াগরাজে প্রশাসনিক দায়িত্ব সামলানোর অতীত অভিজ্ঞতা রয়েছে তাঁর। একসময় প্রয়াগরাজের জেলাশাসকও ছিলেন তিনি। উল্টোদিকে ভানুচন্দ্র গোস্বামী ২০০৯ সালের ব্যাচের আইএএস অফিসার। তিনিও অতীতে প্রয়াগরাজে প্রশাসনিক পদে ছিলেন। শুধু এই দু’জনই নন আরও একাধিক পুলিশকর্তাদের নিরাপত্তার রক্ষার্থে মোতায়েন করা হয়েছে। এখন দেখার বিষয় রবিবার কুম্ভ মেলার (Kumbh Mela) পূণ্যতিথিতে পুণ্যার্থীদের ভিড় কতটা তাঁরা নিয়ন্ত্রণে আনতে পারেন।