বাংলা হান্ট ডেস্ক : অযোধ্যার বিতর্কিত ২.৭ একর জমিতে নির্মিত হতে চলেছে রাম মন্দির। ৯ নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টের রায়ে দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্য়া মামলার নিম্পত্তি হয়েছে। যদিও এখনও অবধি রিভিউ পিটিশনের জন্য অবিযোগ জমা পড়েছে। কিন্তু তা ধোপে টেকেনি। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর্জি খারিজ করেছে। যদিও তার আগে থেকেই রায় বেরোনোর সঙ্গে সঙ্গে অযোধ্য়ার রাম মন্দির নির্মানের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন।
উত্তপ্রদেশের এই ঐতিহাসিক মন্দির নির্মানের জন্য এঅবার সাহায্য়ের আর্জি জানালেন যোগী আদিত্যনাথ। অযোধ্য়ার রাম মন্দির তৈরির জন্য ঝাড়খন্ডের প্রতিটি পরিবারকে একটি করে ইঁট ও এগারো টাকা করেঅনুদান দেওয়ার আর্জি জানাল যোগী সরকার। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনী প্রচারে এসে পড়শি রাজ্যের কাছে মন্দির নির্মানের জন্য হাত পাতলেন যোগী। নির্বাটনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে মন্দির নির্মানের জন্য অনুদানের আর্জি রাখেন
পাশাপাশি তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই রাম রাজ্য গড়ে উঠবে । এক ধাক্কায় কাশ্মীর থেকে 370 ধারা মুছে দিয়েছেন মোদি । এখন আপনি কাশ্মীর, লাদাখ, জম্মু থেকে শুরু করে বৈষ্ণোদেবী, অমরনাথ যাত্রা করতে পারেন । জমিও কিনতে পারেন। যদি আপনাকে কেউ এই অধিকার দিয়েছেন, তাহলে তিনি নরেন্দ্র মোদি ।” যদিও শুধুমাত্র মন্দির নির্মানের জন্য অনুদানের আহ্বান জানিয়েই ক্ষান্ত থাকেননি।
৩৭০ ধারা প্রত্যাহার ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন যোগী। এমনকি বিরোধী দল নকশাল ও সন্ত্রাসে মদত দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থেকেও গরীবদের জন্য কিছু করেনি বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন যোগী।অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরির জন্য জোর দিয়ে কাজ চলছে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির তৈরির জন্য এগিয়ে আসছে।
এর মধ্যে তিরূপতি বালজি মন্দিরও যোগদান করতে সামনে এসেছে। মন্দিরের পক্ষ থেকে এক কোটি টাকার অনুদান দেওয়া হবে। তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরটি অন্ধ্র প্রদেশের তিরুপতি শহর থেকে 9 কিলোমিটার দূরে তিরুমালা পাহাড়ের উপরে অবস্থিত।