রাম নগরী অযোধ্যায় নিষিদ্ধ হতে পারে মদ-মাংস! বড় পদক্ষেপের পথে যোগি

বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কের কেন্দ্রে অযোধ্যা। ঝড়ের বেগে চলছে অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ। একদিকে চলছে মন্দিরের কাঠামোর নির্মাণের কাজ, অপরদিকে, পাথর কেটে তৈরি হচ্ছে রামের নতুন তিন মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ নতুন মন্দিরের উদ্বোধন করবেন। পরদিন থেকে মন্দিরের আংশিক এলাকা ভক্তদের জন্যও উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath) প্রতি তিন মাস অন্তর অযোধ্যায় গিয়ে মন্দির নির্মাণ সহ অযোধ্যার সামগ্রিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেই কাজে মুখ্যমন্ত্রী এখন অযোধ্যানগরীতে। সেখানে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, নতুন মন্দির খুলে দেওয়ার আগেই মদ-মাছ-মাংস-ডিম বিক্রি নিষিদ্ধ (alcohol and non veg) হওয়া দরকার। আধিকারিকদের সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দেন তিনি।

ঘরোয়া বৈঠকে যোগী এই ভাবনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, নতুন রাম মন্দির চালু হওয়ার পর হিন্দুদের অযোধ্যা ভ্রমণের ঢল নামবে। তাদের ভাবাবেগ এবং খাদ্যাভাসের কথা বিবেচনায় রেখেই এই নগরীতে মদ ও মাংস বিক্রি বন্ধ হওয়া দরকার।

Untitled design 62 1

প্রশাসনিক মহলের মতে, অযোধ্যায় মদ-মাছ-মাংসের দোকানের অভাব নেই। বরং অন্য শহরের তুলনায় খানিক বেশিই আছে। অদূরেই ফৈজাবাদে আছে সেনা ছাউনি। বহু সেনা পরিবার নিয়ে লাগোয়া অযোধ্যায় বসসাস করেন। হিন্দুদের অনেকেই আমিষ খান। এছাড়া সংখ্যালঘুর সংখ্যাও নেহাৎ কম নয়। ফলে মাছ-মাংস ডিমের চাহিদা ভালই। অযোধ্যায় এইসব জিনিস বিক্রি বন্ধ হলে বিক্রেতাদের এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে সরকার।

প্রশাসনের ধারণা, নতুন মন্দির খুলে গেলে অযোধ্যায় দিনে এক থেকে দেড় লাখ পূণ্যার্থীর আগমন হবে। তাদের থাকা-খাওয়ার সুবিধার কথা বিবেচনায় রেখে তৈরি হচ্ছে নতুন হোটেল, বাজার। এছাড়া অযোধ্যাকে একটি আন্তর্জাতিক ধর্ম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ প্রায় শেষ। রেল স্টেশনটি ইতিমধ্যেই বিশ্বমানের করে তোলা হয়েছে। প্রস্তুত আধুনিক বাস টার্মিনাসও।

ধর্মীয় স্থানে মদ-মাংস বিক্রিতে আংশিক নিষেধাজ্ঞা বহু শহরেই আছে। তবে তা মূলত উপাসনাস্থল থেকে পাঁচশ বা হাজার মিটার দূর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ আছে। এছাড়া, রামনবমীর সময়ও এগুলি বিক্রি বন্ধ রাখতে বলা হয়। ২০২১-এ উত্তরপ্রদেশে শ্রীকৃষ্ণজন্মভূমি বলে খ্যাত গোটা মথুরা পুর এলাকায় মদ, মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর