আতিক আহমেদের বাড়ি ভেবে ANI সাংবাদিকের বাড়ি গুঁড়িয়ে দিল যোগি সরকার, তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : উত্তর প্রদেশে (Uttar Pradesh) ফের বুলডোজার অ্যাকশন যোগি সরকারের। কিন্তু এবার বিতর্ক দানা বাঁধল সরকারের বিরুদ্ধ। জানা যাচ্ছে, না জেনে বুঝে ভুল লোকের বাড়ি গুঁড়িয়ে দিল উত্তর প্রদেশ প্রশাসন। এই খবর সামনে আসতেই চূড়ান্ত শোরগোল শুরু হয় দেশ। যোগির বিরোধী পক্ষ রীতিমতো কোমর বেঁধে আসরে নামে।

কী হয়েছিল ঘটনা? ২০০৫ সালে উত্তরপ্রদেশে বিএসপি (BSP) বিধায়ক রাজু পাল খুন হন। প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। যে কারণে একাধিক বার হামলার মুখে পড়তে হয় তাঁকে। প্রাণনাশের আশঙ্কায় উমেশের জন্য দু’জন দেহরক্ষীও নিয়োগ করে প্রশাসন। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার সন্ধ্যায় নিজের গাড়ি থেকে বের হওয়ার সময় দেহরক্ষীর উপস্থিতিতেই তাঁর উপর চলে গুলি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে জানা যা, সাতটি গুলি লেগেছিল তাঁর। সেই খুনেই অভিযুক্ত আরবাজকে এনকাউন্টারে ঝাঁজরা করে দেয় যোগির পুলিস। পরে মৃত্যু হয় তাঁর এক দেহরক্ষীরও।

এদিকে, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় উমেশ পাল হত্যা মামলার অপর এক অভিযুক্ত আতিক আহমেদের ঘনিষ্ঠ জাফর আহমেদের বাড়ি। জাফর পেশাগত ভাবে সংবাদ সংস্থা এএনআই-এর সাংবাদিক। জাফর আবার গ্যাংস্টার আতিক আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বুধবার বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জাফর আহমেদের বাড়ি।

up 2

ওই বাড়িটি আতিক আহামেদের বাড়ি নয়। ওই বাড়িতে আতিকের স্ত্রী ভাড়া থাকতেন। বিধায়ক রাজু পাল হত্যা মামলার সাক্ষী উমেশ পাল খুনীদের মধ্যে অন্যতম আরবাজকে ইতিমধ্যেই এনকাউন্টারে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ। এবার এই হত্যাকাণ্ডে জড়িতদের বাড়ি-সহ অন্যান্য স্থানে বুলডোজার চালাচ্ছে যোগি প্রশাসন।

এদিকে, প্রয়াগরাজের বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের মূল সাক্ষী উমেশ পালকে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সাদাকত খানের সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর তা নিয়ে বুধবার বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেন, এখন সময় এসেছে, অখিলেশ যাদবের এ বিষয়ে উত্তর দেওয়া উচিত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর