লখনউঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার (Yogi Government) দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো। সরকার সাতজন PPS Officers কে অবসর নিতে বাধ্য করেছে। প্রশাসন দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী, সরকারী চাকরিতে দক্ষতা নিশ্চিত করতে, প্রাদেশিক পুলিশ পরিষেবা ক্যাডারের সাত কর্মকর্তা যাদের বয়স ৩১ মার্চ ২০১৯ এ পঞ্চাশ বছর অথবা তাঁর অধিক হয়েছে, তাঁদের অনিবার্য অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অরুন কুমার, সহায়ক সেনানায়ক, ১৫ তম বাহিনীর পিএসসি, আগরা বিনোদ কুমার গুপ্তা, ফৈজাবাদ পুলিশ উপ- সহায়ককে অবসর নিতে বাধ্য করেছে। আরেকদিকে আগরা ডিএসপি নরেন্দ্র সিং রাণা, ঝাঁসি পিএস সহাহয়ক সেনানায়ক রতন কুমার যাদব, তেজবীর সিং যাদব, ২৭ তম বাহিনী পিএস সীতাপুর কে অবসর নিতে বাধ্য করা হয়েছে। এছাড়াও সন্তোষ কুমার মণ্ডল অধিকারী, মুরাদাবাদ আর পিএসি গোন্ডায় সহায়ক সেনানায়ক পদে মোতায়েন তনবির আহমেদ খানকেও জোর করে অবসরে পাঠানো হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর কড়া পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিগত দুই বছরে ৬০০ এর অধিক আধিকারিক আর কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এদের মধ্যে ২০০ এর অধিক আধিকারিক আর কর্মচারীদের যোগী সরকার বাধ্য করেছে অবসর নেওয়ার জন্য। আর ৪০০ এর অধিক আধিকারিক এবং কর্মচারীদের কড়া শাস্তি দেওয়া হয়েছে।
এই বছরের জুলাই মাসে সরকারে মুখপাত্র শ্রীকান্ত শর্মা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে, যোগী সরকার গত দুই বছরে দুর্নীতির বিরুদ্ধে যা পদক্ষেপ নিয়েছে, সেটা এখনো পর্যন্ত দেশের কোন রাজ্য সরকার দ্বারা নেওয়া হয়নি। রাজ্য সরকার ২০০ এর বেশি আধিকারিক আর কর্মচারী, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাঁদের জোর করে অবসরে পাঠিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, আরও ১০০ কর্মী এবং বরিষ্ঠ আধিকারিকরা সরকারের র্যাডারে আছে।