বাংলাহান্ট ডেস্ক: উত্তর প্রদেশ (Uttar Pradesh) জুড়ে বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি আরও বাড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোথাও কোনও অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিক ধরা পড়লেই তাঁকে আটক করে পাঠাতে হবে ডিটেনশন সেন্টারে। এই উদ্দেশ্যে প্রতিটি জেলাশাসককে নিজ নিজ এলাকায় অস্থায়ী ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে জানানো হয়েছে, সেন্টারগুলোর নির্মাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনার দায়িত্ব দ্রুত নিশ্চিত করতে হবে।
উত্তর প্রদেশে (Uttar Pradesh) অনুপ্রবেশ ঠেকাতে কঠোর যোগী প্রশাসন
বর্তমানে উত্তর প্রদেশে (Uttar Pradesh) চলছে এসআইআর-এর কাজ, এবং তার মধ্যেই অনুপ্রবেশ রুখতে এই কড়া অবস্থান নিয়েছে যোগী সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা রাজ্য সরকারের প্রথম দায়িত্ব। কোনও প্রকার বেআইনি কার্যকলাপ, বিশেষত অনুপ্রবেশ, কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, প্রতিটি জেলার প্রশাসনকে তাদের এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে আটক অনুপ্রবেশকারীদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাখা হবে।
আরও পড়ুন:উত্তরাখণ্ডের আলমোড়ায় স্কুলের পাশে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক, আতঙ্কের ছায়া গোটা এলাকায়
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হবে, এরপর তাদের নথিপত্র, পরিচয় এবং দেশের উৎস যাচাই করা হবে। ভেরিফিকেশনের পর আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে। রাজ্যের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ স্পষ্ট—ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার আগে কোনও অবস্থাতেই আটক ব্যক্তিদের সেন্টার থেকে ছাড়া যাবে না।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরই বিভিন্ন জেলার জেলাশাসকরা জানান, রাজ্যে কোনও অনুপ্রবেশকারী ধরা পড়লেই তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এবং সমস্ত নিয়ম মেনেই ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হবে। তারা জানান, রাজ্যের (Uttar Pradesh) প্রত্যেকটি জেলার প্রশাসনিক ও পুলিশ বাহিনীকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: মাংসের ঝোল ঘন, রং চকচকে—পেঁয়াজ ছাড়াই এই ৩ উপকরণে হবে দুর্দান্ত রান্না, জানুন বিস্তারিত
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পূর্বে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বহিষ্কারের প্রস্তাব দেন এবং “ডিটেক্ট, ডিটেন, ডিপোর্ট” নীতির উপর জোর দিয়েছিলেন। এবার সেই দিকেই এগোল উত্তর প্রদেশ (Uttar Pradesh) সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে, যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে।












