বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। কার্যকালের ১০০ দিন সম্পূর্ণও করে ফেলেলেন। আর সেই উপলক্ষেই জনতা-জনার্দনের সামনে এক অন্য মেজাজে হাজির হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। করোনার সময় গঙ্গায় মৃতদেহ ভাসা থেকে শুরু করে সম্প্রতি বুলডোজারের গুঁতো, সমালোচনা রয়েই গেছে তাঁকে নিয়ে। তবে তিনি দাবি করে, উত্তরপ্রদেশের মানুষ খুশি। এমনকি বদলাচ্ছে উত্তরপ্রদেশের আর্থ-সামাজিক ব্যবস্থাও। এই দাবির বাস্তবতার প্রমান দিতেই একটি রিপোর্ট কার্ড তিনি পেশ করলেন জনতার সামনে। সঙ্গে উদ্বোধন করলেন উত্তরপ্রদেশ সরকারের সাফল্যের খতুয়ান লেখা একটা বইও।
কী কী বললেন যোগী আদিত্যনাথ? – এদিন তিনি বলেন উত্তরপ্রদেশ সরকার দ্বিতীয় পর্যায়ের এই ১০০ দিন জনগনের সেবা-সুরক্ষা এবং সুশাসনের প্রতি সমর্পন করা হয়েছে। এই সমপর্নের ই ফল দেখা যায় উত্তরপ্রেদশেট সমস্ত নির্বাচনে। প্রথমে বিধানসভা নির্বাচনে বিরাট অংকে সংখ্যা গরিষ্ঠতা লাভ এবং তার পরেই বিধান পরিষদ নির্বাচনেও জয়লাভ, এবং সম্প্রতি আজমেড় এবং রামপুর নির্বাচনেও বিপুল ভোটে জায়লাভ করেছে যোগী নেতৃত্বে বিজেপি সরকার।
‘প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করবই’ – মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেন ‘জনতার কাছে যা কথা দিয়েছি তা আমর পূরণ করবই। এই মুহুর্তে উত্তরপ্রদেশের অর্থ ব্যবস্থাকে এক ট্রিলিয়নে পরিণত করার চেষ্টা চলছে। উত্তরপ্রদেশকে আরও সংগঠিত করার জন্য দশটি বিভাগকে চিহ্নিত করা হয়েছে। সেগুলির দায়িত্ব তুলে দেওয় হয়েছে অভিজ্ঞ আধিকারিকদের হাতে। এছাড়া গত কয়েক বছরে মোট ২৯২৫ কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে মাফিয়া ও সমাজবিরোধীদের গতিবিধিকেও। বাজেয়াপ্ত করা হয়ে মাফিয়াদের ৮৪৪ কোটি টাকাট সম্পত্তিও।’ তিনি আরও বলেন, ‘ গত পাঁচ বছরে উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগে উত্তরপ্রদেশ পরিচিতই ছিল দাঙ্গা এবং অশান্তির জন্য। কিন্তু বিজেপি সরকার আসার পরই উত্তরপ্রদেশে আর একটিও দাঙ্গার খবর নেই।’
শুধু আইন শৃঙ্খলাই নয়, আর্থিক ভাবেও অনেক উন্নত হয়েছে উত্তরপ্রদেশ। এই বিষয়ে যোগী বলেন, ‘মাত্র পাঁচ বছরে উত্তরপ্রদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মানুষের মাথাপিছু আয়ও।’ এছাড়া ধর্মীয় স্থানে অনাবশ্যক লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রাশ ২০ হাজারেরও বেশি লাউডস্পিকার বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কর্মসংস্থানেও এসেছে সাফল্য – কর্মসংস্থান নিয়েও সাফল্যের কথা শোনালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিগত ১০০ দিনে প্রায় ১০ হাজার জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য উত্তরপ্রদেশের সমস্ত যুবককে অন্তত ২ লক্ষ করে টাকা লোন দেওয়ার। এই টাকা নিয়ে যাতে তারা ব্যবসা শুরু করতে পারে তার জন্য সরকার সমস্ত রকম সাহায্য করবে। যোগী আদিত্যনাথের বক্তব্যে উঠে এসেছে কৃষক সমাজের কথাও। তিনি বলেছেন, ‘২০১৭ সালে আমাদের সরকার এসেই প্রায় ৮৬ লক্ষ কৃষকের লোন মুকুব করা হয়। ২০২২ সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১৫ কোটি গরীব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোরে করা হয়।
আরও দ্রুত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা – যোগী আদিত্যনাথ দাবি করেন, যোগাযোগ ব্যবস্থাতেও যথেষ্ট উন্নতি করেছে উত্তরপ্রদেশ। আগামী সপ্তাহেই উদ্বোধন হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসের। জানা যাচ্ছে, এই এক্সপ্রেস উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া যোগী আরও জানান, এই মুহুর্তে উত্তরপ্রদেশে মোট ১০ টি বিমানবন্দর আছে। এবং আরও নির্মীয়মান ৯ টি বিমানবন্দরের কাজ চলছে দ্রুত গতিতে।