যোগী সরকারের বড় সিধান্ত: ৪৬ ধরনের ফল ও সবজি মন্ডিকে করা হল ট্যাক্সের আওতার বাইরে

বাংলাহান্ট ডেস্ক : এবার যোগী সরকার (yogi) কৃষকদের (farmers ) কথা মাথায় রেখে তাদের আয়ে লাভ বাড়ানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই কৃষকদের যাতে আয় বৃদ্ধি এবং ব্যবসায়ে স্বাচ্ছন্দ্য ফিরে আসে তাই এই বড় সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।  রাজ্যের ৪৬ ধরণের ফল ও শাকসব্জির ক্ষেত্রে এই নিয়মিত করার হয়েছে।  ৪৬ ধরনের ফল ও সবজি মন্ডিকে করা হয়েছে ট্যাক্সের আওতার বাইরে

৪৬টি সবজি মিলতে চলেছে 

কুমড়ো, তরমুজ, আম, কলা, লাউ,শশা , কমলা সহ আরো ৪৬টা ফল ও শাকসব্জির ব্যবসায়ের জন্য কোনও মান্ডির ফি থাকবে না। এক্ষেত্রে চাষীদের ব্যবসার ক্ষেত্রে এবার অনেক সুবিধা বাড়বে। বুধবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে উত্তরপ্রদেশ কৃষি উত্পাদক বাজার আইনে সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।

IMG 20200507 WA0026

কৃষকদের বেশী লাভ হওয়ার আশা

আশা করা হচ্ছে এই নিয়ম চালু করার পর কৃষকদের আরো বেশী লাভ হবে। তাদের ব্যবসার পরিমান বাড়বে। আর কৃষিক্ষেত্রে উন্নতি করতে উত্তরপ্রদেশ অন্যতম এই সিদ্ধান্ত নিয়েছে। কৃষকদের বিক্রয়কে অ্যাক্সেসযোগ্য করে তুলতে, কৃষকদের আয় দ্বিগুণ করতে,এবং ব্যবসায়ে সহজতর করার লক্ষ্যে সহায়তা করবে।

আখেরে লাভ হবে রাজ্যের 

আর এই নিয়মের পরে পরে রাজ্যের ৫৩ ধরণের ফলমূল ও শাকসব্জিতে কেবল আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, মরিচ এবং লেবু ব্যবসায়েই মানি শুল্ক দেওয়া হবে।এমনকি এই ব্যবসা করার জন্য ম্যান্ডি চত্বর ব্যবহার করতে চাইলে কৃষকরা তাদের মান্ডি চার্জের পরিবর্তে পরিষেবা চার্জ বা ব্যবহারকারী চার্জ দিতে পারবে। আশা করার হচ্ছে এর জন্য কিছুটা হলেও বেশী লাভ হবে।


সম্পর্কিত খবর